অনলাইন ডেস্ক : কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া কোনো ধরনের কর্মসূচিতে না যেতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
পোস্টে যুবদল সভাপতি লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা ও মহানগরীর সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা। কোনো প্রকারের উসকানিতে বিভ্রান্ত হবেন না। যুবদলের কেন্দ্রীয় নির্দেশনা ব্যতীত কেউ কোনো কর্মসূচিতে যাবেন না।’