অনলাইন ডেস্ক : দ্য ক্যুইবেক ফেডারেশন অব ওয়াকার্স (এফ টি কিউ) শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘন্টায় ১৮ ডলার করার দাবি জানিয়েছে। তবে তাদের এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্ষুদ্র উদ্যোক্তা। শ্রমিকদের এই দাবি মানতে গেলে অনেক উদ্যোক্তাকে পথে বসতে হবে বলে মনে করছেন তারা। তাই এফ টি কিউ’র দাবি মানা সম্ভব নয় বলে তারা মনে করছেন। এফটি কিউ বলছে, শ্রমিকদের দারিদ্র দূর করতে নূন্যতম মজুরি ১৮ ডলার করা ছাড়া উপায় নেই। অন্যদিকে মালিকরা বলছে, এই দাবি মানতে গেলে তাদের দেওলিয়া হয়ে যাবার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ক্যুইবেকে ঘন্টায় ১৮ ডলার মজুরি কার্যকর করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এফটি কিউ সভাপতি ড্যানিয়েল বয়ের বলেন, ইউরোপিয়ান কমিউনিটি ও স্ট্যাটিসটিকস কানাডাসহ ক্যুইবেকের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে একজন শ্রমিকের মানসম্মত জীবনযাপনের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা ঘন্টায় সর্বনিম্ন ১৮ ডলার। আমরা চাই আমাদের শ্রমিকেরা আত্মসম্মান নিয়ে নিশ্চিত জীবন যাপন করুক। তাই আমরা ওই মজুরি দাবি করছি। গত বৃহস্পতিবার তিনি ইকোনোমিক জোনকে এ কথা বলেন। তিনি বলেন, একজন ফুলটাইম ওয়ার্কারকে অবশ্যই দারিদ্রসীমার উপরে মজুরি দিতে হবে। একজন শ্রমিক আপনার কারখানায় যে মজুরিতে কাজ শুরু করেছে তাকে আপনি দিনের পর দিন ওই একই মজুরি দিয়ে কাজ করিয়ে নেবেন-এটা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। তাছাড়া শ্রমিক যদি তার জীবনযাপনের নিরাপত্তা ও নিশ্চয়তা না পায় তাহলে তার কাছ থেকে সর্বোচ্চ শ্রম পাওয়ার আশা করা যায় না। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্যুইবেকেও শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘন্টায় ১৮ ডলার করতে হবে।

এফটি কিউ,র এই দাবি প্রত্যাখান করে দ্য কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেনডেন্ট বিজনেস (সি এফ আই বি) বলেছে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই হার মেনে নিলে ব্যবসা পরিচালনা কঠিন হবে। কেননা এতে ‘লেবার কস্ট’ (মজুরি খাতে ব্যয়) হঠাত করে অস্বাভাবিক বেড়ে যাবে। সরকারি বিভিন্ন ট্যাক্স আর শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা দিতেই ব্যবসায়ীদের দেওলিয়া হতে হবে। দ্য ক্যুইবেক এমপ্লয়ার্স কাউন্সিলের (সিপি কিউ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কার্ল বø্যাকবার্ন শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানালেও এই মুহূর্তে ওই দাবি পূরণ সম্ভব নয় বলে মনে করছেন। তিনি বলেন, সবারই মানসম্মত জীবনযাপনের অধিকার আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে, বর্তমান পেক্ষাপটে ক্যুইবেকে ঘন্টায় ১৮ ডলার মজুরির দাবি মানা সম্ভব নয়। প্রসঙ্গত, কানাডায় শ্রমিকদের মজুরির দিক দিয়ে ক্যুইবেকের অবস্থান ৪র্থ। আগের ৩টি প্রদেশ হচ্ছে অন্টারিও, আলবার্টা ও ব্রিটিশ কলম্বিয়া। সূত্র : রেডিও কানাডা