মন্ট্রিয়ল ডেস্ক: তিনধাপে পর্যায়ক্রমে স্বাভাবিক হচ্ছে ক্যুইবেক, তুলে দেয়া হচ্ছে কারফিউ। আগামী ৩১ মে এর মধ্যেই ক্যুইবেকের বেশিরভাগ এলাকা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে। গত বছরের মার্চ থেকে করোনায় জীবনযাত্রা যে অস্বাভাবিক নিয়মের বেড়াজাল ছিল সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে ক্যুইবেক।

গত মঙ্গলবার ক্যুইবেকের প্রিমিয়ার লিগালট ঘোষণা দেন আগামী ২৮শে মে থেকে:
০ ক্যুইবেকে কারফিউ থাকবে না।
০ রেস্টুরেন্টগুলি টেরাস খুলতে পারবে তবে এক টেবিলে একই বাসার সদস্য থাকতে হবে। আলাদা ঠিকানা থেকে দুইজন প্রাপ্ত বয়স্ক থাকতে পারবেন যদি তাদের সাথে বাচ্চা থাকে।
০ দুই মিটারের দূরত্ব মেনে দুই বাসার সর্বোচ্চ ৮ জন লোক বাসার ব্যাক ইয়ার্ডে জড়ো হতে পারবে।
০ স্টেডিয়াম কিংবা থিয়েটারে প্রতি সেকশনে ২৫০ জন করে সর্বোচ্চ ২৫০০ জনের অনুমতি।
প্রথম ধাপ মে ৩১
০ ক্যুইবেকের বেশিরভাগ এলাকা কমলা জোনে যাবে।
০ ৩, ৪ ও ৫ গ্রেডের শিক্ষার্থীরা ফুলটাইম স্কুলে যাবে।
০ রেস্টুরেন্টের ডাইনিং রুম খুলবে, তবে এখনো শর্তগুলি নির্দিষ্ট করা হয়নি।
০ জিম খোলা যাবে।
দ্বিতীয় ধাপ জুন ১১-১৪
০ ক্যুইবেকের বেশিরভাগ এলাকা হলুদ জোনে যাবে।
০ টেরাসসহ বার খোলা যাবে
০ দলগত খেলাধুলা করা যাবে।
তৃতীয় ধাপ জুন ২৫-২৮
০ ক্যুইবেকের বেশিরভাগ এলাকা সবুজ জোনে যাবে।
০ ডে ক্যাম্পস ও স্লিপ এওয়েক্যাম্পস শুরু করা যাবে।
০ সকল ধরণের ইনডোর খেলা শুরু করা যাবে।
এছাড়া আগস্টের মধ্যে যদি ৭৫ শতাংশ ক্যুইবেকার ভ্যাকসিন প্রাপ্ত হয় তবে পাবলিক প্লেসে মাস্ক পড়ার বাধ্যবাধকতা থাকবে না। সিইজিইপি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ফল সেমিস্টারে ক্লাসে ফিরতে পারবে।