Home আন্তর্জাতিক গাজাবাসীদের অনেকেই ক্ষুধার্ত, আমরা অঞ্চলটির যত্ন নেব: ট্রাম্প

গাজাবাসীদের অনেকেই ক্ষুধার্ত, আমরা অঞ্চলটির যত্ন নেব: ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘গাজা উপত্যকায় অনেক মানুষ অনাহারে রয়েছে, তারা ক্ষুধার্ত। আমরা গাজার দিকে নজর রাখছি এবং আমরা এর যত্ন নেব।’

শুক্রবার (১৬ মে) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানায় জিও নিউজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন েপ্রসিডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের গাজা সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন। সেখানে তার সফরের শেষ পর্যায়ে গাজা নিয়ে সাংবাদিকদের মন্তব্য করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট গাজা ইস্যুতে ইতিবাচক সাড়া দিলেও উপত্যকাজুড়ে ফিলিস্তিনিদের প্রাণহানি আগের থেকে বেড়েছে। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৃহস্পতিবার শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং শুক্রবার দিনের শুরুতে আরও অর্ধশতাধিক নিহতের খবর পাওয়া গেছে।

গত মার্চ মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করে দখলদার বাহিনী। গাজার ওপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ পুনর্বহাল করার পরপরই অঞ্চলটিতে দেখা দেয় তীব্র খাদ্য ঘাটতি।

Exit mobile version