Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০ ফিলিস্তিনি, আহত ৮০-এর বেশি

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০ ফিলিস্তিনি, আহত ৮০-এর বেশি

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। হামাস ও ইসরায়েলের মধ্যকার নাজুক যুদ্ধবিরতির ওপর এ হামলাগুলো নতুন করে বড় চাপ সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চিকিৎসকরা জানান, প্রথম হামলাটি হয় গাজা শহরের ঘনবসতিপূর্ণ রিমাল এলাকায়, যেখানে একটি গাড়িকে লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়। মুহূর্তেই গাড়িটি আগুনে পুড়ে যায়। ঘটনাস্থলে নিহত পাঁচজন গাড়ির যাত্রী ছিলেন কি না, নাকি পথচারীও ছিলেন-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে ও আহতদের উদ্ধারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে।

এর কিছুক্ষণ পরই ইসরায়েলি বিমানবাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলের দেইর আল-বালাহ শহর এবং নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে আলাদা হামলা চালায়। এতে অন্তত ১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানায়।

শনিবার দিনের শেষ দিকে গাজা শহরের পশ্চিমাংশে একটি বাড়িতে আরেকটি বিমান হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে শনিবার একদিনেই মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় অন্তত ২০ জনে। ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করছে।

Exit mobile version