Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলের হামলায় ৭ জিম্মি নিহত

গাজায় ইসরায়েলের হামলায় ৭ জিম্মি নিহত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় তাদের কাছে জিম্মি থাকা ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (০১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। খবর আল জাজিরা

টেলিগ্রাম পোস্টে আবু উবায়দা বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে। এছাড়া ২৪০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায়। সেই হামলার পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

হামাস আরও জানায়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭০ জন জিম্মি নিহত হয়েছে। গত নভেম্বর কাতারের সহযোগিতায় হামাস ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির শুরু হয়। সে সময় ১০৫ জিম্মিকে মুক্তি দেয় হামাস। যার বিনিময়ে ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে কারাগার থেকে মুক্তি দেয় ইসরায়েল।

ভারতে প্লে স্টোর থেকে জনপ্রিয় বিয়ের অ্যাপ সরিয়ে ফেলল গুগল
এদিকে ত্রাণপ্রত্যাশীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও এবিষয়ে বরাবরের মতো চুপ রয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি এ বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবও আটকে দিয়েছে নেতানিয়াহুকে অন্ধের মতো সমর্থন দেয়া দেশটি।

Exit mobile version