Home আন্তর্জাতিক গাজায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পক্সসহ শ্বাসনালির সংক্রমণ

গাজায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পক্সসহ শ্বাসনালির সংক্রমণ

অনলাইন ডেস্ক : গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে নৃশংস হামলায় বাস্তুচ্যুত হয়েছেন অসংখ্য মানুষ। উপত্যাকাজুড়ে বাড়ছে মানবিক সংকট। এ ছাড়া পুরো গাজাজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে পক্সসহ শ্বাসনালির সংক্রমণ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মার্কিন সংবাদ সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ক্রমেই অবনতি হচ্ছে গাজার আবাসন ব্যবস্থা। ইসরায়েলি হামলায় একের পর এক আবাসন ভেঙে পড়ছে। প্রতিনিয়ত অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হচ্ছে । এমন পরিস্থিতিতে সেখানে বেড়েছে রোগের প্রাদুর্ভাব।

সংস্থাটি জানিয়েছে, গাজার উদ্বাস্তু মানুষের মাঝে চিকেন পক্স (জল বসন্ত), শ্বাসনালির সংক্রমণসহ নানাবিধ রোগের প্রাতদুর্ভাব দেখা দিয়েছে। ইসরায়েলের অভিযান অব্যাহত থাকায় এসব রোগ দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উপত্যকায় অন্তত ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার শিশুদের মধ্যেই কেবল ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। এসব শিশুদের সবার বয়সই পাঁচ বছরের নিচে। সংস্থাটি এ সংখ্যাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে উল্লেখ করেছে।

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে কাজ করা বিশ্ব সাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন জানান, এ ছাড়া এ অঞ্চলে ইসরায়েলের হামলার কারণে জন্ডিসসহ নানাবিধ রোগে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এজন্য সংস্থাটি সেখানে জন্ডিসের ধরন শানক্ত করতে ভ্রাম্যমাণ ল্যাব স্থাপন করেছে।

তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে সতর্ক করে বলেন, নিম্নমানের আবাসন ব্যবস্থার কারণে গাজার এসব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

Exit mobile version