Home আন্তর্জাতিক গাজা উপত্যকায় টানা বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু

গাজা উপত্যকায় টানা বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় শীতকালীন ঝড়ের তাণ্ডবে টানা বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে—এর মধ্যে তিন শিশু ঠাণ্ডায় মারা গেছে বলে শুক্রবার জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি।

বুধবার রাত থেকে ঝড় স্টর্ম বাইরনের ভারি বর্ষণে গাজার সর্বত্র তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে, যা দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় পুরো জনগোষ্ঠীর দুর্ভোগ আরো বাড়িয়েছে।

হামাস প্রশাসনের অধীনে পরিচালিত উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্স এএফপিকে জানিয়েছে, ঠান্ডায় দুই শিশু গাজা সিটিতে এবং একজন খান ইউনিসে মারা গেছে।

গাজা সিটির আল-শিফা হাসপাতালে ৯ বছর বয়সী হাদিল আল-মাসরি এবং কয়েক মাস বয়সী তাইম আল-খাওয়াজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খান ইউনিসের নাসের হাসপাতাল বৃহস্পতিবার জানিয়েছে, আট মাস বয়সী রাহাফ আবু জাজার আল-মাওয়াসির নিকটবর্তী তাঁবু-শিবিরে ঠাণ্ডায় মারা গেছে।

গাজার বেশিরভাগ ভবন বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন ধ্বংসস্তূপ পরিষ্কার করা জায়গাগুলোতে হাজার হাজার তাঁবু ও অস্থায়ী আশ্রয় দাঁড়িয়ে আছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উত্তর গাজার বির আল-নাজা এলাকায় একটি বাড়ি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে দেয়াল ধসে আরো চারজন মারা গেছে।

সংস্থাটি জানায়, ‘ভারি বৃষ্টি ও তীব্র বাতাসে ধসে পড়া ১৩টি বাড়িতে’ তারা উদ্ধার তৎপরতা চালিয়েছে—এর বেশিরভাগই গাজা সিটি ও উত্তরাঞ্চলে।