অনলাইন ডেস্ক : গত ২১ অগাস্ট রবিবার স্কারবোরোর ৩৯০ মর্নিংসাইড পার্কে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো ওন্টারিও, কানাডার ফ্যামেলী এন্ড ফ্রেন্ডস গেট টুগেদার অনুষ্ঠিত হয়। যারা অক্লান্ত পরিশ্রম করে ইভেন্ট টিকে সফল ও স্বার্থক করেছেন, সেই সকল ভলোন্টিয়ারদের সম্মানে গত মঙ্গলবার বিকেল ৯টার সময় ডেনফোর্থস্থ হাক্কা চপস্টিক রেস্টুরেন্টে এক “এপ্রিসিয়েশন সভা ডিনার পার্টি”র আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি নেওয়াজ চৌধুরী সাজুর সভাপতিত্বে “ফ্যামেলী এন্ড ফ্রেন্ডস গেট টুগেদার” ইভেন্ট কমিটির আহবায়ক কামরুল হাসান সাহানের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন- কার্যকরী কমিটির সদস্য মঈন চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য সাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী লিটন, জাহেদ ইসলাম, জমশেদ চৌধুরী মিশকাত, ট্রেজারার মুহাম্মদ রেহান উদ্দিন, সুহেল আহমেদ, ফুজেল আহমেদ, জুবায়ের আহমেদ, জবরুল ইসলাম, আলী হোসেন, এম. আর. আজিজ, খুর্শেদ রাব্বি, শোয়েব আহমেদ, দিলশাদ, আলী হোসেন, বিলাল আহমদ, আব্দুস সত্তার শাকুর, মনসুর আহমেদ প্রমুখ।

আলোচকবৃন্দের ফাউন্ডেশনের “ফ্যামেলী এন্ড ফ্রেন্ডস গেট টুগেদার” ইভেন্টকে টরন্টোর সবচেয়ে আকর্ষণীয়, ব্যাতিক্রম, আনন্দপূর্ণ ও উপভোগ্য হয়েছে বলে ভূঁয়সী প্রশংসা করেন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মুক্তার হুসেন বাহার।