মুন্নি আহমেদ : মাঝে মাঝে গোলাপের সৌন্দর্য্য দেখে আমি মুগ্ধ হই। কখনো কখনো অতি উৎসাহী হয়ে গোলাপের পাপড়িগুলো খুলতে থাকি আর মনে মনে ভাবি এগুলোর ভেতর কি রহস্য লুকিয়ে আছে তবে? এতোটা সুন্দর এতোটা সুবাস কি করে হতে পারে। দেখলে যেন হৃদয় আমার ভরে উঠে একরাশ ভালো লাগায়। ইচ্ছে হয় ভালোবাসি এমন কাউকে যে কিনা গোলাপের সুবাসের মতো আমার জীবনেও সুবাসময় হয়ে থাকে। আচ্ছা গোলাপের স্নিগ্ধতায় মন কেন এতো আনতান করে প্রণয়ে। কেন ক্ষণে ক্ষণে আমি হয়ে উঠি প্রজ্জ্বলিত বিমোহিত। ফিরে ফিরে চায় মন গোলাপকে মুহুর্মুহু ভালোবাসতে!

‘গোলাপের স্নিগ্ধতায়’

গোলাপ তুমি কেন এমন হও
দেখলে তোমায় কেবলই হৃদয়
শুধু ভালোবাসতে চায়।
তোমার রুপে কি আছে বলো
শিহরিত হই মুর্হমুর্হ,
উপলব্ধিতে ডুবে আছে মন প্রাণ
যেন সারাটা বেলা সারাক্ষণ।
গোলাপ তুমি কোথা হতে
এতো যে রুপ নিয়ে এলে
আড়ম্বরপূর্ণ জীবন তোমার,
রাঙিয়ে দাও প্রেম-আপামর।
দেখলে তোমায় ভালোবাসা বিমুখেরা
যদিও বা কোন সেই অভাগা,
তোমার প্রেমে দিশেহারা হবে সেও।
কি তোমার রহস্যঘেরা রুপের রুপকথা
পৃথিবীর সেই গুপ্তকথা,
বলো না আমায় চুপটি করে
বড় জানতে ইচ্ছে করে, কে তোমায় নিত্যদিন।
সাজিয়ে দেয় নানা রঙে
তোমারই সুবাসি সুরভীতে
বিমোহিত আমি,
না হয় বলবো না কোন জনারণ্যে
তবুও বলবে না আমায়
কে সে নানা রঙে রাঙিয়ে দেয় তোমায়!