Home কানাডা খবর গ্যাসের মূল্য বৃদ্ধিতে নোভা স্কশিয়ায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে

গ্যাসের মূল্য বৃদ্ধিতে নোভা স্কশিয়ায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে

অনলাইন ডেস্ক : কানাডায় গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি পাওয়ায় ইলেক্ট্রিক কারের (বৈদ্যুতিক গাড়ি) ব্যবহার বাড়ছে। নোভা স্কশিয়া প্রদেশে এই গাড়ির চাহিদা এখন আকাশচুম্বি। গত ফেব্রæয়ারিতে ইলেক্ট্রিক কারে মূল্য ছাড় ঘোষণার ফলে এমনিতেই এই গাড়ির বিক্রি বেড়েছে। তার মধ্যে গ্যাসোলিনের অব্যাহত মূল্য বৃদ্ধির ফলে মানুষ এখন পরিবেশ বান্ধব এই যানবাহনটির প্রতি অতি মাত্রায় ঝুঁকে পড়েছে। গত সপ্তাহে গ্যাসোলিনের মূল্য প্রতি লিটার ১.৪০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর ৩০০ জনেরও বেশি লোক ইলেক্ট্রিক কার ক্রয় করেছেন। বৈদ্যুতিক যানবাহন বিশেষজ্ঞ ডেভ গিলস বলেন, ‘ই.ভি. (ইলেক্ট্রিক ভিহিকল) ইন্ডাস্ট্রিতে উৎপাদন ক্রমেই বাড়ছে।’ নোভা স্কশিয়ার ডর্টমাউথে অবস্থিত ‘অল ই.ভি. কানাডা’র একজন কর্মকর্তা বলেন, ফুয়েল চালিত গাড়ির চাইতে ই.ভি.তে খরচ অনেক কম। তাই মানুষ এখন এই ধরনের যানবাহনের দিকে বেশি ঝুঁকছে। এক হিসাবে দেখা গেছে, নোভা স্কশিয়াতে এখন প্রায় ৬০০ বৈদ্যুতিক গাড়ি চলাচল করে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে নতুন গাড়িতে ৩ হাজার ডলার, সেকেন্ড হ্যান্ড গাড়িতে ২ হাজার ডলার এবং ই-বাইকে ৫০০ ডলার ছাড় ঘোষণার পর বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়তে থাকে। স্টিল অটো গ্রুপের ব্যবসায় উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট পিটার প্রটিয়াস বলেন, নোভা স্কশিয়াতে ইলেক্ট্রিক কারের ব্যবহার মাত্র শুরু হয়েছে। আগামীতে এই গাড়ির ব্যবসা আরো অনেক দূর পর্যন্ত বাড়বে। তিনি বলেন, জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণ খরচ দু’টোই এই গাড়িতে অনেক কম। একবার চার্জ করে এই গাড়ি ৪০০ কি:মি: পর্যন্ত চলতে পারে। বাড়িতেও এই গাড়ি চার্জ করা যায়। এছাড়া দ্রুত চার্জ করার জন্য রাস্তার পাশে পেট্রল পাম্পের মতো চার্জিং স্টেশনও গড়ে উঠছে। পিটার প্রটিয়াস আরো বলেন, চাহিদা মাফিক ই.ভি. উৎপাদন অব্যাহত রাখার জন্য কম্পিউটার চিপসহ প্রয়োজনীয় যন্ত্রাংশের যাতে কোনো সংকট না হয় সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। তাহলেই ২০৩০ সালের মধ্যে সড়কে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। সূত্র : সিবিসি

Exit mobile version