অনলাইন ডেস্ক : কয়লা খনিবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গকে কিছু সময়ের জন্যে আটক করে জার্মান পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) কয়লা খনি সম্প্রসারণের পথ তৈরি করার জন্য একটি গ্রাম ভেঙে ফেলার বিরুদ্ধে বিক্ষোভের সময় অন্যান্য কর্মীদের সঙ্গে জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গকেও আটক করা হয়। তবে পরিচয় যাচাই করার পরই তাকে ছেড়ে দেওয়া হয়।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় লুয়েৎজারথ গ্রাম থেকে প্রায় ৯ কিমি (৫.৬ মাইল) দূরে একটি কয়লা খনিতে প্রতিবাদ করার সময় থানবার্গকে আটক করা হয়। মূলত খনির প্রান্ত থেকে সরে না গেলে বলপ্রয়োগ করে সরিয়ে দেওয়া হবে বলে পুলিশ হুঁশিয়ারি দেওয়ার পরই আটকের এই ঘটনা ঘটে।
রয়টার্স বলছে, ওই কয়লা খনি সম্প্রসারণের জন্য জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার গ্রামটি ভেঙে ফেলা হচ্ছে। তবে কর্মীরা বলছেন, জার্মানির আর লিগনাইট বা বাদামী কয়লা খনন করা উচিত নয় এবং এর পরিবর্তে পুনর্নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের দিকে মনোনিবেশ করা উচিত।
আচেন পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘গ্রেটা থানবার্গসহ একদল অ্যাক্টিভিস্ট খনির কিনারার দিকে ছুটে গিয়েছিলো। তবে, পরে তাকে থামিয়ে দিয়ে গ্রুপের সবার পরিচয় শনাক্তের জন্য তাৎক্ষণিকভাবে ওই এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভের সময় একজন কর্মী খনিতে ঝাঁপ দিয়েছিলেন বলেও জানান তিনি।
সুইডিশ এই জলবায়ু কর্মী গত শনিবার প্রায় ৬ হাজার বিক্ষোভকারীর উদ্দেশে বলেছিলেন, ‘জার্মানি বিশ্বের অন্যতম বৃহত্তম দূষণকারী দেশ এবং তাদের জবাবদিহি করা দরকার।’ এছাড়া এই কয়লা খনির সম্প্রসারণকে ‘বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলেও অভিহিত করেছিলেন তিনি।
মূলত জলবায়ু সংকট বর্তমান বিশ্বের অন্যতম বড় একটি সমস্যা। এই সংকট মোকাবিলায় বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হওয়া সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ পরিবেশ আন্দোলনের জন্য গড়ে তুলেছেন ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ নামের একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের সতর্ক করার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন তিনি।
কিশোরী বয়সেই পরিবেশ আন্দোলনে যুক্ত হওয়া এবং জলবায়ু সংকট মোকাবিলায় বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হওয়ায় ২০১৯ সালে টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন গ্রেটা থানবার্গ। এরপর সেই বছর মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাব্য একটি নামও হয়ে উঠেছিলেন তিনি।
স্কুল পালিয়ে জলবায়ু পরিবর্তন রুখতে আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচয় পাওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ এখন পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ। সূত্র: রয়টার্স
