অনলাইন ডেস্ক : বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর ফিরে এসেছে। ব্যবহার করা যাচ্ছে মেসেঞ্জারও। একই সঙ্গে ইনস্টাগ্রামও ফিরে এসেছে। প্রায় এক ঘণ্টা পর ফেসবুক আইডিতে ঢুকতে পেরে উল্লসিত ব্যবহারকারীরা।

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গায় থেকে একযোগে ফেসবুক লগ-আউট হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী অনেকই এই তথ্য নিশ্চিত করে তখন।

ফেসবুক ব্যবহারকারী একজন জানান, ফেসবুক লগ ইন ছিলো কিন্তু হঠাৎ দেখি লগ-আউট। তখন আমি ভয় পেয়ে যায় যে কেউ হ্যাক করলো কিনা। এরপর অনেকের এই অবস্থা জানার পর এখন কিছুটা সস্তি লাগছে।

ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এদিকে, ব্যবহারকারীদের তখনই আশার কথা জানান ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। কথা মত সব ঠিক হয়েছে এরই মধ্যে।