Home আন্তর্জাতিক ‘ঘনিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ’

‘ঘনিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ’

অনলাইন ডেস্ক : বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উদ্যোগের ফলে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। কিয়েভের প্রতি পশ্চিমাদের সহযোগিতা বৃদ্ধির কারণে ইউক্রেনে একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। শুক্রবার (৩১ মার্চ) বেলারুশের আইনপ্রণেতা ও নাগরিকদের উদ্দেশে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন।

লুকাশেঙ্কো দাবি করেছেন, পশ্চিমাদের হুমকি থেকে বেলারুশকে রক্ষার সুযোগ বাড়ানোর জন্য বেলারুশে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে।

মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি ও শর্ত ছাড়াই আলোচনার আহ্বান জানিয়েছেন বেলারুশের নেতা। তিনি বলেন, আরও উত্তেজনা শুরু হওয়ার আগে আমাদেরকে থামতে হবে। শত্রুতা অবসান ও সমঝোতার ঘোষণার পরামর্শ দেওয়ার ঝুঁকি আমি নিতে রাজি। তিনি আরও বলেন, সব ভূখণ্ডগত, পুনর্গঠন, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু আলোচনার টেবিলে সমাধান সম্ভব কোনও পূর্ব শর্ত ছাড়াই।

১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ইউক্রেনে আক্রমণে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছে। যদিও মিনস্ক সরাসরি যুদ্ধে জড়ায়নি। রাশিয়াকে সহযোগিতার জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে দেশটিকে।

Exit mobile version