Home আন্তর্জাতিক চীনকে ঠেকাতে বাইডেনের ২০০ বিলিয়ন ডলারের তহবিল

চীনকে ঠেকাতে বাইডেনের ২০০ বিলিয়ন ডলারের তহবিল

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে চীনের প্রভাব মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের পক্ষ থেকে ২০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী পাঁচ বছরে বেসরকারি এবং সরকারি বিভিন্ন অবকাঠামো খাতে এই অর্থ ব্যয় করা হবে। আজ সোমবার রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল হোয়াইট হাউস জানায়, হাজার হাজার কোটি ডলার ব্যয় করে চীন যে রোড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে তার মোকাবিলায় জি-সেভেন এই ব্যবস্থা নিতে চলেছে। জার্মানিতে অনুষ্ঠিত জি সেভেনের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। সেখানে তিনি তিন দিনের সম্মেলনে যোগ দেন এবং শিল্পোন্নত ধনী দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, উন্নয়নশীল দেশগুলোতে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি থাকে। ফলে ওইসব দেশ বৈশ্বিক সঙ্কটের সবচেয়ে বড় শিকারে পরিণত হয়। পরবর্তীতে ওই অবস্থা কাটিয়ে উঠতে তাদের অনেক বেশি সময় সময় লাগে। এটি শুধু মানবিক বিষয় নয়, এটি অর্থনৈতিক এবং নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়।

বাইডেন বলেন, ঘোষিত ২০০ বিলিয়ন ডলারের তহবিল বিশ্বকে একটি শক্তিশালী ভবিষ্যৎ তৈরির ব্যবস্থা করে দেবে। টেকসই বিভিন্ন প্রকল্পে বাড়াবে অর্থ বিনিয়োগ।

Exit mobile version