Home কানাডা খবর চীনের বিরুদ্ধে কানাডার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রুডোর

চীনের বিরুদ্ধে কানাডার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রুডোর

অনলাইন ডেস্ক : কানাডার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছে চীন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু এই অভিযোগ করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ট্রুডু অভিযোগ করে বলেছেন, গণতন্ত্রের সঙ্গে আগ্রাসি খেলা খেলছে চীন। বেইজিংয়ের বিরুদ্ধে কানাডার প্রতিষ্ঠানসমূহ টার্গেট করারও অভিযোগ তুলেছেন তিনি।

কানাডার স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, দেশের গোয়েন্দারা একটি ‘গোপন নেটওয়ার্ক’ শনাক্ত করেছে। এই নেটওয়ার্ক সাম্প্রতিক সময়ে কানাডায় অনুষ্ঠিত নির্বাচনে বেইজিং সমর্থিত প্রার্থীদের সমর্থন করেছে। ২০১৯ সালে অনুষ্ঠিত কানাডার ফেডারেল নির্বাচনে চীন কমপক্ষে ১১ জন প্রার্থীর পক্ষে কাজ করেছে বলেও জানিয়েছেন ট্রুডো।

তবে কানাডায় অবস্থিত চীনের দূতাবাস কিংবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রুডোর অভিযোগ নিয়ে এখনো মন্তব্য করেনি।

Exit mobile version