Home আন্তর্জাতিক চীনের স্থলভাগে উঠে আসছে টাইফুন রাগাসা, নিহত বেড়ে ১৭

চীনের স্থলভাগে উঠে আসছে টাইফুন রাগাসা, নিহত বেড়ে ১৭

অনলাইন ডেস্ক : সুপার টাইফুন রাগাসা চীনের স্থলভাগে উঠে আসছে। এটি আগের চেয়ে কিছুটা দুর্বল হয়ে তীব্র টাইফুনে পরিণত হয়েছে।

দেশটির দক্ষিণে গুয়াংদং প্রদেশ থেকে প্রায় দুই মিলিয়ন বা ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে মাত্র কয়েকদিন আগেই আরেকটি টাইফুন আঘাত হানে।

চীনা আবহাওয়া বিশেষজ্ঞরা রাগাসাকে ‘ঝড়ের রাজা’ বলে উল্লেখ করেছেন এবং এই ঝড়ের কারণে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক মাসের বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

টাইফুনটি এর আগে তাইওয়ানে আঘাত হানে, যেখানে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং এখনো বেশকিছু মানুষ নিখোঁজ আছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাগাসা থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব তাইওয়ানে একটি হ্রদের তীর ভেঙে প্রাণহানিও নিখোঁজের ঘটনা ঘটে। জুলাই মাসে টাইফুন উইফার কারণে সৃষ্ট ভূমিধসের ফলে এই হ্রদটি তৈরি হয়েছিল।

রাগাসাকে এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় বিবেচনা করা হচ্ছে। ফিলিপিন্স ও হংকংয়েও ঝড়ের আঘাতে ক্ষতির খবর পাওয়া গেছে।

সোমবার ফিলিপিন্সের বেশ কয়েকটি শহর প্লাবিত হওয়ার পর কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। হংকংয়ে ৬২ জন আহত হয়েছেনএবং চার শতাধিক গাছ উপড়ে গেছে। সেখানে ১৫টি জায়গায় বন্যাও একটি জায়গায় ভূমিধসের তথ্য পাওয়া গেছে।

সূত্র: বিবিসি।

Exit mobile version