অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে ১১টি টিকার পরীক্ষামূলক কার্যক্রম চালু করেছে চীন। এগুলোর চারটি শেষ ধাপে পৌঁছেছে। টিকাগুলো এখনো বাজারে ছাড়ার অনুমোদন দেওয়া হয়নি। তবুও হাসপাতাল-বন্দরসহ ঝুঁকিপূর্ণ জায়গায় কর্মরত লাখো মানুষ এসব টিকা গ্রহণ করছে।

দেশটির জিয়াশিং শহরে সাধারণ মানুষ ৬০ ডলারে কিনছে সিনোভ্যাক বায়োটেকের পরীক্ষামূলক টিকা। দুই ডোজের এ টিকার জন্য স্থানীয় মুদ্রায় গুণতে হচ্ছে ৪০০ ইউয়ান।

পরীক্ষামূলক অবস্থাতেই বাণিজ্যিকভাবে করোনার টিকা বিক্রির তথ্যও নিশ্চিত করেছে চীনা স্বাস্থ্য মন্ত্রণালয়। ঝুঁকিপূর্ণ জায়গায় কর্মরত লাখো মানুষ এসব টিকা কিনতে পারছে।

জানা গেছে,জরুরি বিবেচনায় ১৮ থেকে ৫৯ বছর বয়সী গুরুতর অসুস্থ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা টিকাগ্রহণে অগ্রাধিকার পাবেন। প্রয়োজনে চিকিৎসক ও প্রশাসনের পরামর্শও গ্রহণ করতে পারবেন তারা।