বিনোদন ডেস্ক : ভারতের প্রথম সারির সংগীত শিল্পীদের মধ্যে সোনু নিগম অন্যতম। হিন্দি, বাংলা, কিংবা দক্ষিণী ভাষা থেকে শুরু করে একাধিক আঞ্চলিক ভাষাতেও গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন তিনি। কিন্তু সেই গায়কই কিনা চান না যে, তার ছেলে ভারতে থেকে একজন সংগীতশিল্পী হোক!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন সোনু নিগম।
সোমু নিগমের ছেলে বর্তমানে দুবাইতে থাকে। সেখানেই বড় হচ্ছে সে। ইতিমধ্যেই সেখানকার টপ গেমারদের মধ্যে নিজের নাম তুলে নিয়েছে নিভান। এ বয়সে ক্যারিয়ার গড়তে যা যা করণীয় তাই করছে সে। গানের গলাও নাকি তার বেশ ভাল। ছোট থেকেই ভালো গান গায় নিভান। মেধাবী ছাত্র। তবে সোনু নিগম নিজে একজন সংগীতশিল্পী হলেও ছেলে নিভান ভারতের গায়ক হোক, তিনি তা চান না!

তাছাড়া ক্যারিয়ার হিসেবে গানকেই বেছে নিক, তেমন ইচ্ছেও নেই সোনুর! কিন্তু কেন এমন মন্তব্য করলেন সোনু নিগম?

আসলে দুবাইয়ে ফোর্টনাইটে গেমার হিসেবে দ্বিতীয় নম্বরে রয়েছে সোনু নিগমের ছেলে। সোনুর মন্তব্য, ‘ওকে আমি ভারত থেকে বের করে নিয়ে গিয়েছি। ও দুবাইতে থাকে এখন। ছোট থেকে ভাল গাইলেও ওর জীবনের আরেকটা দিক আছে, যা নিয়ে পরিচর্যা করতে ও খুবই ভালবাসে। নিভান ভীষণই ব্রিলিয়ান্ট আর ট্যালেন্টেড। তাই আমি ওকে বলব না জীবনে কী করতে হবে। ওর নিজের ইচ্ছেয় ও যা বেছে নেবে, সেটাই মেনে নেব।’

কিন্তু এসবের মাঝে ভারতে থেকে ছেলেকে সংগীতশিল্পী হিসেবে দেখার অনিচ্ছা কেন প্রকাশ করলেন সোনু নিগম? তা কিন্তু স্পষ্ট নয়!