Home কানাডা খবর জনসন অ্যান্ড জনসনের ২০ হাজার ডোজ টিকা ব্যবহার করবে কানাডা

জনসন অ্যান্ড জনসনের ২০ হাজার ডোজ টিকা ব্যবহার করবে কানাডা

অনলাইন ডেস্ক : আগামী কয়েক সপ্তাহের মধ্যে জনসন অ্যান্ড জনসনের ২০ হাজার ডোজ করোনার টিকা কানাডায় পৌঁছবে। সিঙ্গেল ডোজের এই টিকাগুলো ফ্রান্স থেকে কানাডার উদ্দেশে শিপমেন্ট করা হয়েছে। কানাডা পৌঁছার পর টিকাগুলো বিভিন্ন প্রদেশে প্রয়োজন অনুযায়ী পাঠানো হবে বলে জানানো হয়েছে।

পাবলিক সার্ভিস অ্যান্ড প্রকিউরমেন্ট কানাডার একজন মুখপাত্র বলেন, আলবার্টা, সাসকাচুয়ান ও ব্রিটিশ কলাম্বিয়া থেকে ইতোমধ্যে টিকার চাহিদার কথা জানানো হয়েছে। এছাড়া অন্যান্য প্রদেশেও টিকা কার্যক্রম অব্যাহত রাখার জন্য বেশ কিছু সংখ্যক টিকার প্রয়োজন। এমন পরিস্থিতিতে ফ্রান্স থেকে আসা এই চালানটি কিছুটা হলেও টিকার চাহিদা পূরণ করবে।

প্রসঙ্গত, হেলথ কানাডা গত মার্চে সে দেশে জনজন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে। তবে এপ্রিলের শেষ দিকে আসা এই কোম্পানির ৩০ হাজার ডোজ টিকা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তিভুক্ত দুই পক্ষের মধ্যে বিনা অনুমতিতে তৃতীয় পক্ষ অন্তর্ভুক্ত হওয়ায় ম্যারিল্যান্ড ভিত্তিক কোম্পানির উৎপাদিত ওই টিকা শেষ পর্যন্ত ফিরিয়ে দেয় কানাডা। এরপর থেকে কানাডায় জনসনের টিকার ব্যবহার অঘোষিতভাবে বন্ধ ছিল।

স¤প্রতি কানাডায় টিকার চাহিদা বৃদ্ধির ফলে জেনসেন নামে পরিচিত জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহারের সিদ্ধান্ত নেয়। আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি গত মাসের শেষ দিকে জরুরি ভিত্তিতে ২০ হাজার ডোজ টিকার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেন। সে সময় সরকারের হাতে কোনো টিকা ছিল না।

ইউরোপ থেকে আসা নতুন টিকার মান সম্পর্কে কানাডার গণস্বাস্থ্যের প্রধান ডা. তেরেসা টেম বলেন, এসব টিকার নমুনা পরীক্ষায় দেখা গেছে এগুলো নিরাপদ এবং কার্যকর। স্বাস্থ্যমন্ত্রী জেন ইভেস ডুকালাসের মুখপাত্র অ্যান্ডু ম্যাকেনড্রিক বলেন, এই মুহূর্তে আলবার্টায় টিকার ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া অন্টারিও এবং নিউব্রান্সউইকেও অল্প মাত্রার চাহিদা রয়েছে। ফ্রান্স থেকে চালানটি পৌঁছার পর আনুপাতিক হারে সেগুলো বিতরণ করা হবে। তিনি আরো বলেন, টিকা না নেয়ার চাইতে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা নেয়া উত্তম। এই শীতে এক ডোজ টিকাই আপনাকে সুরক্ষা দিতে পারে।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ইসাক বোগোচ বলেন, এখন একটি সিঙ্গেল ডোজ টিকা নিয়ে পরবর্তীতে বুস্টার ডোজ নিলে অনেক নিরাপদ থাকা যবে। সমীক্ষায় দেখা গেছে টিকা গ্রহণকারীদের অসুস্থ্যতার হার অনেক কম। এছাড়া তারা করোনায় আক্রান্ত হলেও তাদের হাসপাতালে ভর্তির খুব একটা প্রয়োজন হয় না। সূত্র : সিবিসি

Exit mobile version