Home কানাডা খবর জলবায়ু পরিবর্তনের প্রভাবে আলবার্টায় পানির সঙ্কটের শঙ্কা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে আলবার্টায় পানির সঙ্কটের শঙ্কা

অনলাইন ডেস্ক : আলবার্টার দক্ষিণাঞ্চলীয় নদী ওল্ডম্যান রিভার কয়েক বছর আগেও ছিল উত্তাল। প্রবল বাতাসে অনেক সময় নদীতে নামারই সাহস হতো না। জেলেরা মাছ ধরতে যেতে ভয় পেত। কিন্তু সেই নদী এখন শান্ত। স্থানীয় জেলে বব কস্টা বলেন, আগে বিরূপ আবহাওয়ার জন্য আমাদের মাছ ধরা বিঘিœত হতো বলে বিরক্ত হতাম। কিন্তু এখন নদী শান্ত হলেও নদীতে মাছ নেই। তিনি বলেন, মাছ থাকবে কিভাবে, নদীতে পর্যাপ্ত পানিইতো নেই। গত ৪০ বছর ধরে এই ওল্ডম্যান রিভারের পাড়ে বসবাস করা বব আরো বলেন, নদীর পানির স্তর প্রতি বছরই নিচে নামছে। এ বছর পানি এতটাই কমে গেছে যে এখানে আর মাছ শিকার করার মতো অবস্থা নেই। পরিবেশবাদীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে ওল্ডম্যান রিভারের এই পরিণতি হয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেন, আগামী দিনগুলোতে আলবার্টায় পানির তীব্র সঙ্কট হতে পারে। গত ৩০ বছর যাবত জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করছেন জেমস বায়রান। ইউনিভার্সিটি অব লেথব্রিজের এই অধ্যাপক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা এমনিতেই বিপর্যয়কর পরিস্থিতির মুখে আছি। এখনই সচেতন না হলে শুধু আলবার্টা বা কানাডা নয়, বিশ্বের কোনো অঞ্চলই বিপর্যয় থেকে রক্ষা পাবে না।

তিনি আরো বলেন, আলবার্টার শিল্প কারখানাগুলোতে নদীর পানি ব্যবহার পরিস্থিতিকে আরো মারাত্মক করে তুলেছে। গত অক্টোবরে আলবার্টার প্রাদেশিক সরকার নদী খনন ও খালপুনরুদ্ধারে ৮১৫ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। এছাড়া প্রদেশের দক্ষিণাঞ্চলে শিল্পখাতে বিনা অনুমতিতে নদীর পানি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। পানি ব্যবহারে পুরাতন লাইসেন্সধারীদের তাদের লাইসেন্স নবায়ন করতে বলা হয়েছে।

এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে গত গ্রীষ্মে আলবার্টায় তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড হয়েছে। পানি সঙ্কট আর তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে কৃষি প্রধান অঞ্চল আলবার্টায় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : সিবিসি

Exit mobile version