অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও গভর্নর গ্যাভিন নিউজম ঘোষণা করেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশ রক্ষার জন্য কানাডা ও ক্যালিফোর্নিয়া একসাথে কাজ করবে। গত বৃহস্পতিবার এ বিষয়ে দু’পক্ষের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বিশুদ্ধ বায়ু, পানি ও ভাল পরিবেশ রক্ষার পাশাপাশি পরিবেশ বান্ধন চাকুরির সুযোগ তৈরিতে উভয় পক্ষ কাজ করবে। বর্তমান চুক্তিটি ২০১৯ সালে দু’পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তির চাইতে বেশি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি সম্পাদনের পর উভয় নেতাই কানাডা ও ক্যালিফোর্নিয়ার বর্তমান পরিবেশ রক্ষা নীতিগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, ক্ষতিকারক প্লাস্টিকের ব্যাবহার নিষিদ্ধ করা, প্রকৃতি ও সমুদ্র উপক‚লের পরিবেশ রক্ষা ও পরিবেশবান্ধব জ্বালানির উৎপাদন বৃদ্ধির দিকে তারা নজর দেবেন। এই লক্ষ্যে তারা তথ্যের আদান-প্রদান এবং সেগুলোর সর্বোত্তম ব্যবহারের বিষয়ে জোর দেবেন। এছাড়া উভয় পক্ষ বিশ্ব জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাবগুলো এড়ড়াতে সচেষ্ট থাকবে। তবে দুই নেতার এই যৌথ ঘোষণাটি এমন এক সময় দেয়া হল যখন পেট্রলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং সীমান্তের উভয় দিকেই মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, আমেরিকার দেশগুলোর নিয়ম শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। সফরের ২য় দিনে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সফর কালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও সাক্ষাৎ করবেন ট্রুডো। পরে তার আামেরিকার দেশগুলোর নেতাদের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেয়ার কথা রয়েছে। এছাড়া তিনি (ট্রুডো) আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিউও সুন্দর পিচাইয়ের সাথেও পৃথক বৈঠক করবেন।
সফরের প্রথম দিন ট্রুডো ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়ান নেতাদের সাাথে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহহায়তা করার উপায় নিয়ে আলোচনা করেছেন। কানাডার বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও সিউও গোল্ডি হায়দার বলেন, কানাডার উচিত এই শীর্ষ সম্মেলনকে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করা। তিনি আরো বলেন, বিশ্ব প্রতিনিয়তই পরিবর্তিত হয়। নতুন অবস্থার সাথে মানিয়ে নিতে সঠিক পদক্ষেপ নিতে না পারলে আপনাকে পিছিয়ে পড়তে হবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্মপর্ক আরো দৃঢ় করার জন্য অটোয়াকে সঠিক পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। সূত্র : সিবিসি