অনলাইন ডেস্ক : জাপানের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কত টাইফুন হাইসেন। কয়েকদিনের মধ্যেই এটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত করেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো জানিয়েছেন, টাইফুন হাইসেন মোকাবেলায় ইতোমধ্যেই ২২,০০০ সেনাকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনের ফলে সমুদ্রের পানিতে ব্যাপক ঢেউ দেখা যেতে পারে। এই ঢেউয়ের মাত্রা বলতে গিয়ে তারা সুনামির সঙ্গে তুলনা করেছেন। ফলে আতঙ্ক তৈরি হয়েছে জাপানবাসীর জনমনে।

হাইসেনের কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। বাতাসের এর গতি থাকবে ঘন্টায় ১৮০ কিলোমিটার। মনে করা হচ্ছে রবি অথবা সোমবারের মধ্যেই জাপানে আছড়ে পড়তে পারে এই হাইসেন।

ইতিমধ্যেই জাপান সরকার একদিকে যেমন সেনাদের ‘ফুল অ্যালার্ট’ করেছে। অন্যদিকে হাইসেনের গুরুত্ব বুঝে ইতোমধ্যেই প্রায় ১০০ এর কাছাকাছি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।