স¤প্রতি সিলেট বিভাগ বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার ভয়াবহ বন্যা কবলিতদের সাহায্যার্থে জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো, কানাডার উদ্যোগে ব্যাপক ফান্ড রেইজিং কর্মসূচী গৃহীত হয়। টরন্টোর বাংলাদেশী কম্যুনিটির বিভিন্ন সংগঠনসহ টরন্টোতে বসবাসরত বাংলাদেশী কম্যুনিটির অনেকে ব্যক্তিগতভাবে উক্ত ফান্ড রেইজিং কর্মসূচীর প্রতি তাদের স্বতঃস্ফূর্ত সাড়া প্রদান করে অর্থ প্রদান করেন। তাছাড়া টরন্টোতে অবস্থিত বাংলাদেশীদের কর্তৃক পরিচালিত বায়তুল আমান মসজিদ, ড্যানফোর্থ ইসলামিক সেন্টার এবং বাইতুল জান্নাহ ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ উক্ত ফান্ড রেইজিং কর্মসূচীর জন্য অর্থ সংগ্রহ করেন। জালালাবাদ ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডারের কাছে উক্ত ফান্ড রেইজিং কর্মসূচী খেকে সংগৃহীত অর্থ হস্তান্তর করা হয়, যার পরিমাণ দশ হাজার কানাডিয়ান ডলার (আনুমানিক সাড়ে সাত লক্ষ টাকা)। বন্যা দুর্গতদের সহায়তার জন্য উক্ত ফান্ড রেইজিং কর্মসূচী অব্যাহত থাকবে এবং কানাডা এবং কানাডার বাইরে বসবাসরত সকল বাংলাদেশীদের কাছে বন্যা দুর্গতদের এ মহাবিপদের সময় মানবিক সহায়তা প্রদানের জন্য আকুল আহ্বান জানানো যাচ্ছে।
জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো কানাডার উদ্যোগে উক্ত ফান্ড রেইজিং কর্মসূচীর প্রতি স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সেসকল সংগঠন, মসজিদ কর্তৃপক্ষ এবং ব্যক্তিগত সকলের প্রতি জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো, কানাডার কার্যকরী কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।