Home কানাডা খবর জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো’র নতুন কমিটির অভিষেক ও আনন্দমেলা ২৪ জুন

জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো’র নতুন কমিটির অভিষেক ও আনন্দমেলা ২৪ জুন

অনলাইন ডেস্ক : আসছে ২৪ই জুন, শনিবার টরন্টোর ডেনটোনিয়া পার্কে জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টোর নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং আনন্দমেলার আয়োজন করা হয়েছে।

আয়োজনটির সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বাঙ্গালির আবহমানকালের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের শৈল্পিক পরিবেশনা প্রদর্শন করবে। আনন্দমেলা হবে একটি জমজমাট ঈদ বাজার যেখানে অংশগ্রহণকারীরা খাবার, পানীয় এবং স্থানীয় পণ্যের বিস্তৃত পরিসর উপভোগ করতে পারবেন। সুস্বাদু স্ট্রিট ফুড থেকে শুরু করে ঐতিহ্যবাহী হস্তশিল্প, মেলায় সবার জন্য কিছু না কিছু থাকবে।

আমরা বিশ্বাস করি, ইভেন্টটি সব বয়সের মানুষের জন্য একটি মজাদার দিন হতে বাধ্য। এছাড়া বন্ধুদের সাথে সংযোগ করার, নতুন লোকেদের সাথে দেখা করার এবং আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করার প্রচুর সুযোগ তৈরি করবে। আপনারা পরিবারসহ আমন্ত্রিত। ধন্যবাদ, জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো

Exit mobile version