Home কানাডা খবর জুন ২৩ ও ২৪ জুন ‘তিনকন্যার উপাখ্যান’ এর ৫টি প্রদর্শনী

জুন ২৩ ও ২৪ জুন ‘তিনকন্যার উপাখ্যান’ এর ৫টি প্রদর্শনী

অনলাইন ডেস্ক : আগামী ২৩ ও ২৪ জুন, শুক্রবার ও শনিবার টরন্টোর ৯ ডজ এর রয়েল কানাডিয়ান লিজিয়ন হল এর দ্বিতীয় তলায় আহমেদ হোসেন এর নির্দেশনায় ও অন্যথিয়েটার টরন্টো’র নতুন প্রযোজনায় তিন জন্য নারীর তিনটি মনোলগ নিয়ে ‘তিনকন্যার উপাখ্যান’ মঞ্চস্থ হতে যাচ্ছে।
প্রথমবারের মতো কানাডায় এই বাংলা নাটক ১৯ বার প্রদর্শনী হবার পরও বিপুল সংখ্যক আগ্রহী নাট্যপ্রেমী দর্শকশ্রোতারা দেখতে পারিনি। তাদের বারংবার অনুরোধে এই বছর নাটকটির আরও ৫টি প্রদর্শনী করার সিদ্ধান্ত নিয়েছে অন্যথিয়েটার। তিন কন্যার তিনটি মনোলগের রচয়িতা হচ্ছেন বিদ্যুৎ সরকার, শামীম আহসান ও আহমেদ হোসেন এবং তিন কন্যার চরিত্রে অভিনয় করছেন ফ্লোরা শুচি, ফারিয়া রহমান ও মুনিয়া শারমিন।
জুন ২৩ শুক্রবার প্রথম প্রদর্শনী হবে সন্ধ্যা ৮. ৩০ ও দ্বিতীয় প্রদর্শনী ১০.০০ এবং জুন ২৪’তে প্রথম প্রদর্শনী ৭.০০,দ্বিতীয় প্রদর্শনী ৮.৩০ এবং তৃতীয় প্রদর্শনী ১০.০০টায় অনুষ্ঠিত হবে। নাট্য প্রদর্শনীর প্রবেশ মূল্য ১০ ডলার বা যত ইচ্ছে।

Exit mobile version