Home বিনোদন জ্যাকুলিনের জায়গা দখল করলেন নোরা

জ্যাকুলিনের জায়গা দখল করলেন নোরা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির দ্বন্দ্বের খবর সবার জানা। এবার তা যেন মাত্রা অতিক্রম করল। সম্প্রতি জ্যাকুলিনকে হটিয়ে ছবিতে জায়গা করে নিলেন নোরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত বছরের মাঝামাঝিতে ‘ক্র্যাক’নামের একটি ছবিতে যুক্ত হন জ্যাকুলিন। শুটিংয়েও যোগ দিয়েছিলেন। সেসময় এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। কিন্তু একসময় ছবিটি থেকে সরে দাঁড়ায় সংস্থাটি।

এরপর ‘ক্র্যাক’-এর প্রযোজনায় আসে টি সিরিজ। টি সিরিজের হাতে ক্ষমতা হস্তান্তর হতেই বাদ পড়লেন জ্যাকুলিন। তবে এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি জ্যাকুলিন। ‘ক্র্যাক’ পরিচালনা করছেন আদিত্য দত্ত। এর আগে তার নির্মিত একাধিক সিনেমা প্রশংসিত হয়েছে।

জ্যাকুলিন-নোরার দ্বন্দ্ব প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে। দুই নায়িকাই সুকেশের ঘনিষ্ঠজন ছিলেন। ফলে তার অর্থ আত্মসাতের মামলায় নাম উঠে ছিল দুই তারকারই। এরপর তাদের সম্পর্কটা সাপ নেউলে হতে সময় লাগেনি।

Exit mobile version