অনলাইন ডেস্ক : গত ২৭ অক্টোবর ২০১৯ রবিবার বিকেল ৮ ঘটিকার সময় ডেনফোর্থস্থ মিজান কমপ্লেক্সে বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে “বৃহত্তর সিলেটবাসীর আলোচনা ও মতবিনিময় সভা”র আয়োজন করা হয়। কামরুল হাসান সাহানের সঞ্চালনায় আয়োজিত এ সভায় মহাগ্রন্থ আল কোরান থেকে তেলাওয়াত করেন মাহফুজুল হক রাজু।
আলোচনা সভায় জালালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণ মূলক করার লক্ষ্যে বিশদ আলোচনা, গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও বর্তমান সংবিধানের সম্ভাব্য সকল সংশোধনীর প্রস্তাব তুলে ধরা হয়।
আলোচনা সভায় মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন, এস. আর. চৌধুরী রেশাদ, আব্দুল কুদ্দুস চৌধুরী, আব্দুল গফ্ফার, আহাদ খন্দকার, আখলাক হুসেন, নজরুল মিন্টু, জামিল আহমেদ, ইন্তেখাব আহমেদ তুহিন, আসাদ উদ্দিন, মুজাহিদুল ইসলাম, খুশনুর রশিদ চৌধুরী, আব্দুল ওয়াহিদ, ছাদ চৌধুরী, জামাল উদ্দিন, জগলুল হক, মঈন চৌধুরী, এবাদ চৌধুরী, শক্তি দেব, হাজি আবুল হুসেন আলী, তুতিউর রহমান, খসরুজ্জামান চৌধুরী দুলু, টুনু মিয়া, রাধিকা রঞ্জন চৌধুরী, রুহুল চৌধুরী, নুরুল ইসলাম আজাদ, আব্দুল মান্নান, সবুজ চৌধুরী টিটু, শংকর দে, লায়েক আহমেদ চৌধুরী, মেহেদী মারুফ, জুমেল চৌধুরী, আহমেদ জয়, মহম্মদ শামসুল ইসলাম ও রিফাত চৌধুরী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মাহবুবুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন : শাকিল খান, সুমন আহমেদ, মোর্শেদ আহমেদ মুক্তা, মোশারুল হুসেন রিপন, নজরুল আহমেদ, সাইফুল ইসলাম তাজুল, আসাদ আহাদ নিশু। মইনুর রহমান আজিজ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করা হয়। আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ আয়োজকদের এহেন গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।