Home কানাডা খবর টরন্টোর ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণ : ২য় স্তরের কংক্রিট ঢালাই...

টরন্টোর ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণ : ২য় স্তরের কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে

অনলাইন ডেস্ক : টরন্টোর ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারের কাজ শুরু হয়েছে এ মাসের ৭ তারিখে। ইতোমধ্যেই ২য় স্তরের কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে। “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক” (ও.টি. আই.এম.এল.ডি.এম)’র প্রেসিডেন্ট ম্যাক আজাদ বাংলা কাগজের সাথে আলাপকালে জানান, “আমাদের কাজ স্বাভাবিকভাবেই চলছে। বড় ধরনের স্নো আসার আগেই আমরা ফাউন্ডেশন এর কাজ শেষ করতে পারবো। আশা করছি নির্ধারিত সময়ের আগেই আমাদের নির্মাণ কাজ শেষ করতে পারবো”।

Exit mobile version