টরন্টো : টরন্টোর ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারের কাজ শুরু হয়েছে নভেম্বর মাসের ৭ তারিখে। ইতোমধ্যেই শেষ স্তরের কংক্রিট ঢালাইয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ডিসেম্বর ৮ তারিখে শেষ স্তরের ঢালাই হয়ে যাবে এবং এই সপ্তাহেই ইন্টারলকের কাজ শুরু হবে বলে “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক”(ও.টি. আই.এম.এল.ডি.এম)’র প্রেসিডেন্ট ম্যাক আজাদ জানিয়েছেন।

ম্যাক আজাদ, বাংলা কাগজের সাথে আলাপকালে আরো জানান যে, আমাদের কাজ স্বাভাবিকভাবেই চলছে।