অনলাইন ডেস্ক : গত ৯ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার পৃথিবীর প্রথম পাঁচটি চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (TIFF) এর দশ দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। ১৯৭৬ সালে যাত্রা শুরু করা এই চলচ্চিত্র উৎসবটি গুরুত্বের দিক দিয়ে পৃথিবীর অন্যান্য চলচ্চিত্র উৎসবকে পেছনে ফেলে প্রতিনিয়ত সামনে এগিয়ে চলেছে। ফলে পৃথিবীর সেরা চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজকদের দৃষ্টি এই উৎসবের দিকে বাড়ছে। উল্লেখ্য, বিগত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায়, এই উৎসবের সেরা ছবিগুলোয় চলচ্চিত্রের নোবেল পুরষ্কার হিসেবে খ্যাত ‘অস্কার’ জয়ী হচ্ছে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এই উৎসবে দর্শক সংখ্যা থাকে প্রায় ৫ লাখ।
করোনাজনিত কারণে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৪৬তম আসর এ এবারে থাকছে সীমিত আসনে প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র উপভোগ করার সাথে ড্রাইভ-ইন প্রদর্শনী, খোলা আকাশের নীচে প্রদর্শনী এবং কানাডার যে কোন প্রান্তর থেকে অনলাইনে ছবি দেখার সুযোগ। এবারের উৎসবে বিশ্বের ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এবারে প্রেক্ষাগৃহে গিয়ে টিফ বেল লাইট বক্স, রয় থমসন হল, প্রিন্সেস ওয়েলস থিয়েটার, স্কোশিয়া ব্যাংক থিয়েটার এবং সিনেস্ফেয়ার আইম্যাক্স থিয়েটারে চলচ্চিত্র উপভোগ করা যাবে। তবে প্রেক্ষাগৃহে ঢোকার পূর্বে করোনার টিকার দুই ডোজ নেয়ার কাগজ দেখাতে হবে। ড্রাইভ-ইন প্রদর্শনী চলবে ভিসা স্কাই লাইন এবং আরবিসি লেক সাইডে। আর ওপেন ইয়ার সিনেমা প্রদর্শনী হবে ওয়েস্ট আইল্যান্ড এ।
টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবারের আলোচিত চলচ্চিত্রগুলি হচ্ছে, রুথ প্যাক্সটনের ‘এ ব্যাংকুয়াট’, মিয়া হন্সেন লৌভ এর ‘বার্গম্যান আইল্যান্ড’, লুসিল হ্যাডজালেলিভকিচ এর ‘এয়ারউইগ’, উইল শার্প এর ‘দ্য ইলেক্ট্রলিক্যাল লাইফ অব লুইস ওয়েন’ এবং স্টিফেন ক্যারামের ‘দ্য হিউম্যান্স’।