অনলাইন ডেস্ক : টরন্টো-ভিত্তিক ভারতীয় চলচ্চিত্র নির্মাতা লীনা মানিমেকালাইকে গত শুক্রবার, ২০ জানুয়ারি গ্রেপ্তারী ও জবরদস্তিমূলক প্রক্রিয়া থেকে দেওয়া হল রক্ষাকবচ। লীনা তার এক ডকুমেন্টারিতে দেবী কালীর পোশাক পরা মহিলাকে সিগারেট খাওয়া দেখিয়ে জড়িয়েছিলেন আইনি ঝামেলায়। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিলো একাধিক ফৌজদারি মামলা। তবে গ্রেফতারের হাত থেকে সাময়িক স্বস্তি পেলেন এই চলচ্চিত্র নির্মাতা।
ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের একটি বেঞ্চের পক্ষ থেকে লীনা মানিমেকালাইকে দেওয়া হয়েছে এই রক্ষাকবচ, বিচারপতি ধনঞ্জয়া এই নিয়ে নিজের বিবৃতি নথিভুক্ত করেন। এ দিকে, লীনা মানিমেকালাই জানিয়েছেন, কারও ধর্মীয় ভাববেগে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।
বিচারক বেঞ্চের মধ্যে বিচারপতি পিএস নরসিমাও ছিলেন, যিনি চলচ্চিত্র নির্মাতার বক্তব্যের রেকর্ডে নেন এবং নির্দেশ দেন যে পোস্টারের বিরুদ্ধে তার বিরুদ্ধে নথিভুক্ত হওয়া কোনও এফআইআর-এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার বা অন্য কোনও জবরদস্তিমূলক প্রক্রিয়া পরিচালনা যাবে না। আদালতের পক্ষ থেকে দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ রাজ্যগুলোকে লীনা মানিমেকালাইয়ের নামে জামিন হওয়া এফআইআর এক জায়গায় আনার নির্দেশও দেওয়া হয়েছে।
গত বছর ‘কালী’ তথ্যচিত্র নিয়ে বিতর্কের জেরে একের পর এক হুমকি পেয়েছিলেন পরিচালক লীনা মানিমেকালাই। এমনকি লোহার রড ঢুকিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিলো তাকে। টুইটারে পরিচালক নিজেই এসব অভিযোগ জানিয়েছিলেন। হুমকি দাতার মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।
লীনা যে পোস্টারটি শেয়ার করেছেন তাতে হিন্দু দেবী মা-কালীর বেশে এক মহিলা অভিনেত্রীকে উপস্থাপন করা হয়েছিলো। যিনি হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সুখটান দেওয়ার ভঙ্গিমায় রয়েছেন। মা কালী হিন্দু দেবদেবীদের মধ্যে সর্বোচ্চ দেবী মা দুর্গার এক অবতার। মা কালীকে যেমন নারী শক্তির এক পবিত্র রূপ বলে মনে করা হয় তেমনি তার সংহারক লোককথা হিন্দুশাস্ত্রে অশুভ শক্তির বিরুদ্ধে তার জয়ের কথা বলে থাকে। এমনকি পোস্টারে এলজিবিটি বা রূপান্তরকারীদের প্রাইড ফ্ল্যাগও দেখা গিয়েছিলো। স্বাভাবিকভাবেই হিন্দুদের দেবীকে নিয়ে এমন পোস্টারে বিতর্ক তৈরি হয়েছে এবং হিন্দুত্ববাদীরা একে ধর্মের আবেগে আঘাত বলে মনে করছেন।
গত বছরের জুলাই মাসে চলচ্চিত্র নির্মাতা এবং ইয়র্ক ইউনিভার্সিটির আন্তর্জাতিক স্নাতকের ছাত্রী লীনা মানিমেকালাই টরন্টোর আগা খান মিউজিয়ামে তার কালী চলচ্চিত্রের একটি স্ক্রিনিং প্রচারের জন্য পোস্টারটি শেয়ার করেছিলেন। এরপরই শুরু হয় বিতর্ক।
লীনা তামিলনাড়ুর মাদুরাইয়ের মেয়ে। ইতিমধ্যেই কানাডা ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পেয়েছে তার ডকুমেন্টারি ‘কালী’। সেই পোস্টারই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লীনা লিখেছিলেন, ‘কানাডা ফিল্ম ফেস্টিভ্যালে আমার ডকুমেন্টারি মুক্তি পাওয়ায় আমি উচ্ছ¡সিত’।
সেই সময় নর্থ আমেরকিায় থাকা ভারতীয় হাই কমিশন কানাডা সরকারকে অনুরোধ করেছিলো টরন্টো বেস আগা খান মিউজিয়াম থেকে পোস্টারটি সরিয়ে ফেলার। তবে, এসবে ভীত নয় বলেই জানিয়েছিলেন লীনা। একটি পৃথক টুইটে তিনি লিখেছেন, ‘আমার হারানোর কিছু নেই। যে কণ্ঠস্বর নির্ভয়ে কথা বলতে পারে, আমি সব সময় তার পক্ষে। যদি তার জন্য আমাকে জীবন দিতে হয়, আমি তা-ই দেব।’ সূত্র : এমএসএন