আরিফ হোসেন বনি : গত ১৪ই অক্টোবর, শুক্রবার, টরন্টো ফিল্ম ফোরামের ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে বিশ্বখ্যাত ফরাসী-সুইস চলচ্চিত্র নির্মাতা জ্য লুক গদার রেট্রোস্পেক্টিভ শুরু হয়েছে। এই রেট্রোস্পেক্টিভ এ অক্টোবর এবং নভেম্বর মাসের প্রতি শুক্রবার সন্ধ্যায় গদারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং একটি করে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্র শিল্পে গদারের অবদানকে স্মরণ করা হবে।

উল্লেখ্য, গত শতাব্দীর ৫০ এবং ৬০ এর দশকে একদল ফরাসী চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্রের ভাষার যে আমূল পরিবর্তন করেন জ্য লুক গদার হচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম। চলচ্চিত্র নিয়ে তাঁদের সেই আন্দোলন বিশ্ব চলচ্চিত্রে ফরাসী ‘নব তরঙ্গ’ নামে পরিচিতি লাভ করে।
গদার ১৯৩০ সালের ৩রা ডিসেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। ৪ বছর বয়সে তাঁর পরিবার সুইজারল্যান্ডের জেনেভায় বসবাস শুরু করলে তাঁর শৈশব এবং কৈশোরকাল সেখানেই কাটে। দ্বিতীয় মহাযুদ্ধের পর তিনি প্যারিসে ফিরে আসেন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য। তারপর তাঁর জীবন ফ্রান্স এবং সুইজারল্যান্ডে দুই দেশেই কাটে। ২০২২ সালের ১৩ই সেপ্টেম্বর তিনি সুইজারল্যান্ডের রোলে শহরে মৃত্যুবরণ করেন। অধিকাংশ চলচ্চিত্র সমালোচকদের মতে, তিনি বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা ১০জন চলচ্চিত্র নির্মাতাদের একজন। তাঁর বিশেষ কোন চলচ্চিত্রের জন্য তাঁকে অস্কার পুরস্কার দেওয়া না হলেও ২০১০ সালে চলচ্চিত্রে তাঁর অনন্য অবদানের জন্য সম্মানসূচক অস্কার দেওয়া হয়, কিন্তু জ্য লুক গদার সেটা গ্রহণ করেন নি। ১৯৬০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্রায় ৫০টি চলচ্চিত্র নির্মাণ করেন। গদারের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হচ্ছে, ব্রেথলেস (১৯৬০), এ ওমেন ইজ ওমেন (১৯৬১), কনটেম্পট (১৯৬৩), লা শিনোয়েজ (১৯৬৭), লেটার টু জেন (১৯৭২), ফার্স্ট নেম কারমেন (১৯৮৩), কিং লেয়ার (১৯৮৭), ইন প্যারিস অব লাভ (২০০১), এবং দ্য ইমেজ বুক (২০১৮)।

গদার রেস্ট্রোপেক্টিভ এর প্রথম দিনে তাঁর চলচ্চিত্র ও কর্মের উপর আলোচনা করেন লেখক ও চলচ্চিত্র সমালোচক ইকবাল করিম হাসনু। তিনি তাঁর চলচ্চিত্রের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের উপর আলোকপাত করেন এবং তুলে ধরেন কেন জ্য লুক গদার বিশ্ব চলচ্চিত্রে একজন অবশ্যম্ভাবী চলচ্চিত্র নির্মাতা। ইকবাল করিম হাসনু গদারের কয়েকটি চলচ্চিত্র বিভিন্ন দৃশ্যের বিশ্লেষণ করে চলচ্চিত্রের নতুন ভাষা নির্মাণে তাঁর অবদানকে তুলে ধরেন। আলোচনা শেষে ১৯৬০ সালে গদারের নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ব্রেথলেস’ প্রদর্শিত হয়। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক সোলায়মান তালুত রবিন।
অক্টোবর এবং নভেম্বর মাসের প্রতি শুক্রবার সন্ধ্যা ৮টায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থস্থ ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ গদারের উপর আলোচনা ও তাঁর চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আলোচক হিসেবে অংশ নিবেন চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল, আমিনুল ইসলাম খোকন এবং আরিফ মোরশেদ। গদারের উপর আলোচনা এবং চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।