আরিফ হোসেন বনি : আগামী ১৪ই সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৮টায় টরন্টো ফিল্ম ফোরাম এর আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার এ ফ্রান্স প্রবাসী বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহামের প্রামাণ্য চলচ্চিত্র ‘আন্তেমানহা’ প্রদর্শিত হতে যাচ্ছে। ৮৩ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি মূলত ফরাসী-জার্মান কবি আন্তেমানহা’র কাব্যিক জগৎ এবং এই জগতে তাঁর নিরন্তর পথচলার অনুষঙ্গ এবং অনুপ্রাণিত বিষয় উঠে এসেছে।

চলচ্চিত্র প্রদর্শনীতে চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহাম উপস্থিত থাকবেন এবং উপস্থিত দর্শকদের সাথে তাঁর এই নিরীক্ষাধর্মী টরন্টো ফিল্ম ফোরাম এর আয়োজনে প্রামাণ্য চলচ্চিত্রটি নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, কবি আমীরুল আরহাম, প্যারিস প্রবাসী চলচ্চিত্রকার, প্রযোজক ও চিত্রনাট্যকার। ফ্রান্স ও ইউরোপীয়ন টেলিভিশনে প্রচারিত তার বিভিন্ন ছবির মধ্যে ‘The Devil’s Water’ ফ্রান্সের Etoile de la SCAM পুরস্কৃত। কান চলচ্চিত্র উৎসব ২০১৯-এ সিনেমা পসিটিভ সেকশনে তার নির্বাচিত ছবি ‘Social Business স্পেনের ইন্ডি ডক প্রো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ‘বেস্ট সোস্যাল ডকুমেন্টরি’ পুরস্কৃত হয়েছে। ফ্রান্স জাতীয় লাইব্রেরি তাঁর দুইটি ছবি« Leau du diable » I « les publiés du Bangladesh » এবং ফ্রান্স বৈদেশিক মন্ত্রণালয় তার একটি ছবি« A banker for the Poor » সংগ্রহে রেখেছে। স¤প্রতি তাঁর « Antemanha » ছবিটি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে।

আমীরুল আরহাম-এর “বৃষ্টিতে ভিজছি”, “দৃষ্টিতে তোমার সমুদ্র ছায়া” দুটি কাব্যগ্রন্থ। শামসুর রাহমানের কবিতা ফরাসি অনুবাদ করেছেন। সর্বোন বিশ্ববিদ্যালয় (ব্যনে দেকার্ত) থেকে বিশেষ সম্মান পাওয়া এবং ১৯৯৯ সালে ফ্রান্স শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষানীতি আলোচনা পর্ব নির্দেশিকায় উল্লেখিত তাঁর গবেষণা গ্রন্থ ‘The forgotten mother language’। পেশাগত কাজের বাইরেও তিনি দেশে ও দেশের বাইরে নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ লিখে যাচ্ছেন।

চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।