আরিফ হোসেন বনি : গত ১৪ই সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৮টায় টরন্টো ফিল্ম ফোরাম-এর আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার এ ফ্রান্স প্রবাসী বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহামের প্রামাণ্য চলচ্চিত্র ‘আন্তেমানহা’ প্রদর্শিত হয়েছে। ৮৩ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি মূলত ফরাসী-জার্মান কবি আন্তেমানহা’র কাব্যিক জগৎ এবং এই জগতে তাঁর নিরন্তর পথচলার অনুষঙ্গ এবং অনুপ্রাণিত বিষয় উঠে এসেছে।

১৯৮৫ সাল থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাসকারী চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহামের এই চলচ্চিত্রটি টরন্টোর চলচ্চিত্র পিপাসুদের চিন্তায় একটি নতুন ছাপ ফেলে। ফ্রান্সের ডিরেক্ট সিনেমার ধারায় নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রটি চলচ্চিত্রের গতানুগতিক ধারার বাইরে নির্মিত একটি চলচ্চিত্র। এর মাধ্যমে পৃথিবীর শিল্পীদের প্রিয়তম স্থান প্যারিসের শিল্পী সমাজের একটি বলিষ্ঠ চিত্র ফুটে উঠেছে। সেই সাথে এই চলচ্চিত্রের মাধ্যমে কাব্যিক শিল্প মাধ্যমের এক নতুনত্ব উপস্থাপিত হয়।

‘আন্তেমানহা’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবার পর এর আঙ্গিক এবং নির্মাণ শৈলী নিয়ে আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহাম, চলচ্চিত্র লেখক ও সমালোচক ইকবাল করিম হাসনু, সংস্কৃতিসেবী প্রকৌশলী ওয়াহিদ আসগর, শিল্পী সৈয়দ ইকবাল, নতুন দেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, বাংলা মেইল এর সম্পাদক ও এনআরবি টেলিভিশন এর সিইও নজরুল ইসলাম মিন্টু এবং শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরাম এর সাধারণ সম্পাদক মনিস রফিক।
চলচ্চিত্রটির প্রদর্শনী শেষে দর্শকদের প্রশ্নের উত্তর দেন চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহাম।
অনুষ্ঠানে আলোকচিত্র ধারণ করেছেন বিদ্যুৎ সরকার।