অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর টরেন্টোর পুলিশ প্রধান জিম রেমারের চাকুরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। টরেন্টো পুলিশ সার্ভিস বোর্ড তাকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। ২০২০ সালের আগস্টে তৎকালীন পুলিশ প্রধান মার্ক সেন্ডার্স অবসরে গেলে তার স্থলভিসিক্ত হন জিম রেমার। সে সময় তাকে এক বছরের জন্য ওই পদে নিয়োগ দেয়া হয়েছিল। আগামী ৩১ আগস্ট মেয়াদ শেষে অবসরে যাওয়ার পরিকল্পনা করছিলেন রেমার। কিন্তু বোর্ডের চিঠি পেয়ে এখন তিনি আরো প্রায় দেড় বছর দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।
টরেন্টো পুলিশের শীর্ষপদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে গত প্রায় ৪০ বছর যাবত দায়িত্ব পালন করেছেন জিম রেমার। তাকে পুলিশ প্রধানের পদে অতিরিক্ত দেড় বছরের জন্য দায়িত্ব দেয়ায় তিনি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এটা আমার জন্য খুবই সম্মানের। আমি এই শহরকে আমার প্রাণের চেয়ে বেশি ভালবাসি। তাই শহরবাসীর জন্য কাজ করার সুযোগ হারাতে চাইনি।

রেমারের চাকুরির মেয়াদ বৃদ্ধির খবরে টরোন্টোর মেয়র জন টরি এক টুইট বার্তায় সন্তোষ প্রকাশ করে বলেন, গত এক বছর তিনি (রেমার) দুর্ধান্ত কাজ দেখিয়েছেন। টরোন্টোর আইন শৃংখলা পরিস্থিতির স্থিতিশীলতার জন্য তার সেবা আমাদের আরো কিছু দিন প্রয়োজন। অপরাধ দমনে তার কঠোরতা শহরবাসীর প্রশংসা কুড়িয়েছে।

টরোন্টো পুলিশ অ্যাসেসিয়েশনের সভাপতি জন রেইড বলেন, পুলিশ সার্ভিস রোর্ডের সময়োপযোগী সিদ্ধান্তে আমি খুবই আনন্দিত। পুলিশ প্রধান পদে রেমারের মেয়াদ বৃদ্ধি অপরাধীদের জন্য একটা বার্তা। এছাড়া এই সিদ্ধান্ত পুলিশ বাহিনী ও টরোন্টোবাসীদের মধ্যে সম্পর্ক উন্ননেও ভ‚মিকা রাখবে বলে আমি মনে করি। টরোন্টো পুলিশ সার্ভিস বোর্ডের অনুরোধ গ্রহণের পর এক টুইট বার্তায় জিম রেমার বলেন, আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। সামনের কঠিন দিনগুলো সাফল্যের সাথে পাড়ি দেয়ার জন্য আমি বাহিনীর সবার সহযোগীতা কামনা করছি। সূত্র : টরেন্টো সান