অনলাইন ডেস্ক : টিকা এসে ফ্রিজারে পরে আছে, অথচ নাগরিকরা পাচ্ছেন না। টিকা দেয়ায় প্রভিন্সগুলোর ধীর গতির কারনে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো টিকা দেয়ায় ধীর গতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ফ্রিজারে ভ্যাকসিন পরে আছে অথচ নাগরিকদের শরীরে এগুলো এখনো পৌছায় নাই। আমি নিজে এবং কানাডীয়ানরা এতে হতাশ।

প্রসঙ্গত, ফাইজার এবং মডার্নার টিকা মিলিয়ে এ পর্যন্ত কানাডা মোট ৪২৪০৫০ ডোজ টিকা হাতে পেয়েছে। কিন্তু মঙ্গলবার পর্যন্ত প্রাপ্ত তথ্যে সারা দেশে মাত্র ১৪৮,০০০ নাগরিককে টিকা দেয়া হয়েছে।

টিকা দেয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে অন্টারিও । প্রভিন্স মাত্র ৫০ হাজার নাগরিককে টিকা দিয়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, জানুয়ারির মধ্যে কানাডায় এক মিলিয়ন ডোজ টিকা এসে পৌঁছুবে। প্রতিজনকে দুটি করে ৫০০ হাজার নাগরিককে জানুয়ারীর মধ্যেই টিকা দেয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রতিটি প্রাপ্ত বয়স্ক নাগরিকের জন্য করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করা হবে। সূত্র : নতুনদেশ ডটকম