Home কানাডা খবর টিকা না নিলে করোনায় মৃত্যুর আশঙ্কা ৩৬ গুণ বেশি

টিকা না নিলে করোনায় মৃত্যুর আশঙ্কা ৩৬ গুণ বেশি

অনলাইন ডেস্ক : কানাডায় পরিচালিত নতুন এক সমীক্ষায় দেখা গেছে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য হওয়া কিংবা মৃত্যু মুখে পতিত হওয়া থেকে বাঁচতে হলে টিকা নেয়ার বিকল্প নেই। সমীক্ষার ফলাফলে বলা হয়েছে টিকা নেয়া লোকদের তুলনায় টিকা না নেয়াদের করোনায় মৃত্যুর আশঙ্কা ৩৬ গুণ বেশি। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে পূর্ণ ডোজ টিকা নেয়ার পরও অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কিছু লোক মারাও গিয়েছেন। কিন্তু এই সংখ্যা টিকা না নেয়া লোকদের তুলনায় খুবই কম। অর্থাৎ পূর্ণ ডোজ টিকা নেয়ার পরও কেউ করোনায় আক্রান্ত হলে তার মৃত্যুর আশঙ্কা অনেক কম।
গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত কানাডায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াদের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে আক্রান্তদের মধ্যে যারা টিকা নেয়নি তাদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার অনেক বেশি। অন্যদিকে যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কেউ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও তার শারিরীক অবস্থার খুব একটা অবনতি হয় নি। এমন কি তাদের হাসপাতালেও ভর্তি হতে হয় নি। গত শুক্রবার প্রকাশিত ওই জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত কানাডায় ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এ সময়টাতে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুর হার হিসাব করে দেখা গেছে টিকা গ্রহণকারীদের চাইতে টিকা না নেয়া রোগীদের মৃত্যুর হার ৩৬ গুণ বেশি।

অন্যদিকে কানাডার দক্ষিণ সীমান্তে গত এপ্রিল থেকে মধ্য জুলাই পর্যন্ত এই হার ছিল ১০ গুণ। ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। অর্থাৎ ওই সময় ফুল ভ্যাকসিনেটেডদের তুলনায় নন-ভ্যাকসিনেটেডদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ১০ গুণ বেশি ছিল। এখন এই হার দাঁড়িয়েছে ৩৬ গুণ বেশিতে। ব্রিটেনে ভ্যাকসিনেটেড ও নন ভ্যাকসিনেটেডদের আক্রান্তের হারের খুব একটা পার্থক্য না থাকলেও মৃত্যুর হার নন ভ্যাকসিনেটেডদের মধ্যে বেশি। কানাডার উইনিপেগের ইউনিভার্সিটি অব ম্যানিটোবার মেডিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিস বিভাগের সহকারী অধ্যাপক জেসন কিনড্রাচুক বলেন, টিকা গ্রহণকারীদের অনেকে কোভিডে আক্রান্ত হলেও অনেক সময় তারা তা বুঝতেই পারেন না। শুধুমাত্র কোভিড টেস্ট করাার পর তাদের বিষয়টি ধরা পড়ে। ফলে সামান্য চিকিৎসা ও নিয়ম-কানুন মানলেই তারা সুস্থ্য হয়ে ওঠেন। কিন্তু টিকা না নেয়া থাকলে আক্রান্তকারীর অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে এবং দ্রæত তারা মৃত্যু মুখে পতিত হয়। তাই তিনি সবাইকে পূর্ণ ডোজ টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র : সিবিসি

Exit mobile version