অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের লেক ট্রাভিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকবাহী বেশ কয়েকটি নৌকা ডুবে গেছে। জানা গেছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পকে সমর্থন দেওয়ার জন্য আয়োজিত একটি প্যারেডে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

কর্মকর্তারা ধারণা করছেন, টেক্সাস রাজ্যের রাজধানী অস্টিনের কাছে অবস্থিত লেক ট্রাভিসে বহু সংখ্যক বড়ো নৌকা খুব কাছাকাছি হয়ে একসঙ্গে চলার সময় ঢেউয়ের কারণে এ নৌকাডুবির ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, ট্রাম্পের সমর্থকরা সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ‘লেক ট্রাভিস ট্রাম্প বোট প্যারেড’ নামের একটি প্যারেডের আয়োজন করেন। যেখানে প্রায় ২ হাজার ৬০০’র বেশি ট্রাম্প সমর্থকরা অংশ নেন। এদিকে এই নৌকাডুবির ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাভিস কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র ক্রিস্টেন ডার্ক।

নৌকাডুবির ঘটনায় তিনি বলেন, কয়েকটি নৌকাডুবির খবর পেয়ে আমরা ছুটে যাই। তারা যখন এক সঙ্গে চলা শুরু করে তখন সেখানে উল্লেখযোগ্য ঢেউ তৈরি হয়।