অনলাইন ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে মঙ্গলবার এক নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নৈশভোজে টেসলার সিইও ও ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ককেও আমন্ত্রণ জানানো হয়। সেই সঙ্গে অন্যান্য অতিথিদের মধ্যে পর্তুগিজ কিংবদন্তি ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান ট্রাম্প। আলোকিত সেই নৈশভোজে দু’জনকেই দেখা গেছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফোরামে শেভরন, কোয়ালকম, সিসকো, জেনারেল ডায়নামিক্স এবং ফাইজারের সিইওরা উপস্থিত ছিলেন এ আয়োজনে। এছাড়া ওই নৈশভোজে বিখ্যাত গলফার টাইগার উডসও অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, হোয়াইট হাউজের কর্মকর্তাদের সূত্রে খবর, রোনালদোর যুক্তরাষ্ট্র সফরটি হয়েছে পরিকল্পনা অনুযায়ী। তার সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথাও রয়েছে।

প্রসঙ্গত, ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার পর রোনালদোকে যুক্তরাষ্ট্রে কখনো জনসম্মুখে দেখা যায়নি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের শিক্ষক ক্যাথরিন মায়োগ্রা রোনালদোর নামে অভিযোগ আনেন। রোনালদো অভিযোগ অস্বীকার করলেও আদালতের রায়ে সাড়ে তিন মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দিয়েছিলেন ওই নারীকে।

অপরদিকে, বন্ধু ইলন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু পরে নানান বিতর্কের কারণে মাস্ক পদ থেকে সরে দাঁড়ান।

উল্লেখ্য, ২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।