Home আন্তর্জাতিক ট্রাম্পের সামনেই নেশাগ্রস্ত ইলন মাস্ক!

ট্রাম্পের সামনেই নেশাগ্রস্ত ইলন মাস্ক!

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত এক অভিজাত ডিনার পার্টিতে বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্কের অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে তীব্র ভাইরাল হয়ে পড়েছে। যেখানে নেশাগ্রস্থ অবস্থায় দেখা যায় মাস্ককে। এমনিতেই সাম্প্রতিক সময়ে সম্পর্ক ভালো যাচ্ছে না মাস্ক আর ট্রাম্পের। এর মধ্যে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

জানা যায়, ফ্লোরিডার বিলাসবহুল মার-আ-লাগো রিসোর্টে অনুষ্ঠিত হয়েছিল উচ্চপর্যায়ের নৈশভোজ। যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, ইলন মাস্ক, মাস্কের চার সন্তানের জননী শিভন গিলিস এবং আরও কয়েকজন রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী অতিথি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইলন মাস্ক এক আঙুলে একটি কাঁটাচামচ এবং দুটি চামচ ভারসাম্য বজায় রাখছেন এবং তার সঙ্গী শিভন গিলিস তা দেখছেন। এসময় প্রেসিডেন্ট ট্রাম্পকেও মাস্ককে উদ্দেশ্য করে কিছু একটা বলতে শোনা যায় তার নেশাগ্রস্থের বিষয়ে।

জানা যায়, ঘটনাটি মার্চ মাসে ঘটেছিল, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ভাইরাল ভিডিওটি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়ের। তবে সম্প্রতি মাস্ক এর পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, “আমি মাদক গ্রহণ করি না! নিউ ইয়র্ক টাইমস মিথ্যা বলছে। আমি কয়েক বছর আগে প্রেসক্রিপশন কেটামিন চেষ্টা করেছিলাম। এটি অন্ধকার পিরিয়ডে সাহায্য করে, কিন্তু তারপর থেকে আমি এটি গ্রহণ করিনি।”

এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বলছেন, ট্রাম্পের সামনে এভাবে নেশাগ্রস্থ থাকা মাস্ক এর বড়ত্ব প্রমাণ করে। আর মাস্ক যে ট্রাম্পের কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন তারও জ¦লন্ত দৃষ্টান্ত এটি।

Exit mobile version