Home আন্তর্জাতিক ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ফিল্ডস নামের একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (৩ জুলাই) হওয়া এ ঘটনায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এক টুইট বার্তায় কোপেনহেগেন পুলিশ জানিয়েছে, হামলার খবর শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলার সঙ্গে জড়িত ২২ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি তারা। কতজন আহত হয়েছেন সে সম্পর্কেও সঠিক তথ্য নেই।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি লোকেরা শপিংমল থেকে দৌড়ে পালাচ্ছেন।

Exit mobile version