Home কানাডা খবর ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারের কাজের শুভ উদ্বোধন করলেন সিটি মেয়র জন...

ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারের কাজের শুভ উদ্বোধন করলেন সিটি মেয়র জন টোরি

সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডা: গত ৭ নভেম্বর শনিবার সকাল ১১.৩০ ঘটিকার সময় টরন্টোর ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারের নির্মাণ কাজের শুভ সূচনা করলেন টরন্টো সিটি মেয়র জন টোরি। নির্মাণ কাজের এই শুভ সূচনার মধ্য দিয়ে কানাডাতে বাঙালিদের দীর্ঘ দিনের এক স্বপ্নের বাস্তবায়ন হলো। বাংলাদেশী কমিউনিটিতে বিরাজ করছে আনন্দের বন্যা। বাঙালি কমিউনিটি এবং “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক”এর নেতৃবৃন্দ যে অক্লান্ত শ্রম, মেধা ও অর্থ সংগ্রহ করে শহীদ মিনারের কার্যক্রমকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তার জন্য সিটি মেয়র জন টোরি বাঙালি কমিউনিটিকে অভিনিন্দন জানান। আজকের এই সফলতায় বাঙালি কমিউনিটির একাত্বতা, একাগ্রতা শুধু বাঙালি কমিউনিটি নয় টরন্টো সিটির সকল সিটিজেনদের জন্য এক শিক্ষণীয় ঘটনা। ২১ শে ফেব্রæয়ারিতে টরন্টো সিটির সর্বত্র হতে লোকজন এখানে আসবে এবং জেনে নেবে ১৯৫২ সালের এই দিনে বাংলাদেশে ভাষার জন্য ভাষাপ্রেমিকদের আত্মাহুতির সেই করুণ কাহিনী।

সিটি মেয়র আরো বলেন, ভাষা নিয়ে আজও বিশ্বের বিভিন্ন জায়গায় সমস্যা রয়ে গেছে, এমনকি আমাদের এখানেও যা আমাদের জানা আছে। বিগত ২১ ফেব্রæয়ারিতে মধ্য রাতে তীব্র ঠান্ডার মধ্যে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার স্মৃতি উল্লেখ করে মেয়র বলেন, তীব্র শীতের মধ্যরাতে পুস্পস্তবক দিতে আসলে ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগের কথা আমাদের বেশি হৃদয়গ্রাহী হবে। “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক” (ও.টি.আই.এম.এল.ডি.এম)’র প্রেসিডেন্ট ম্যাক আজাদ-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন স্থানীয় সিটি কমিশনার ব্রেড ব্রেডফোর্ড।

স্থায়ী শহীদ মিনারের নির্মাণ কাজের শুভ সূচনা লগ্নে ইতিহাসের সাক্ষী হয়ে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, বিচেস-ইস্ট ইয়র্ক এর ফেডারেল এম. পি. নেতানিয়েল এরস্কিন স্মিথ, স্কারবোরো সাউথ-ওয়েস্ট এর এম. পি. পি. বাঙালি বংশোদ্ভূত কানাডিয়ান ডলি বেগম, বিচেস-ইস্টইয়র্ক এর প্রভিন্সিয়াল এম. পি. পি. রিমা মেকগোউন, স্থানীয় সিটি ওয়ার্ড কমিশনার ব্রেড ব্রেডফোর্ডসহ “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক” (ও.টি.আই.এম.এল.ডি.এম)’র প্রেসিডেন্ট ম্যাক আজাদ, সদস্য সচিব ব্যারিস্টার রিজুয়ান রহমানসহ ও.টি.আই.এম.এল.ডি.এম’র বোর্ড অফ ডিরেক্টরস এর সকল সদস্যবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

Exit mobile version