আরিফ হোসেন বনি : গত ১১ মার্চ, শনিবার টরন্টো ফিল্ম ফোরামের পক্ষ থেকে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য বস্ত্র সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। এই আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’তে টরন্টো ফিল্ম ফোরামের পক্ষ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানানো হয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ ও মধ্য তুরস্ক এবং সিরিয়ার পশ্চিম অংশ ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ রি.স্কেলের বেশি। এই ভূমিকম্পে হাজার হাজার বাড়ি ঘর ও স্থাপনা প্রচণডভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রায় ১ লক্ষ ৪০ হাজার কিলোমিটার জুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়। গত ১০ই মার্চের হিসেব অনুযায়ী, সরকারীভাবে মৃতের সংখ্যা ৫৫,১০০ জন্য। এর মধ্যে তুরস্কে প্রাণহানি ঘটেছে ৪৭,৯০০ জনের এবং সিরিয়ায় ৭,২০০ জনের। ধারণা করা হচ্ছে, শুধু তুরস্কে ক্ষতির পরিমাণ হচ্ছে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার এবং সিরিয়ায় ৫ বিলিয়ন মার্কিন ডলার। তুরস্ক সরকারের জরুরী অবস্থা ঘোষণা ও আন্তর্জাতিক মহল থেকে সাহায্য আবেদনের প্রেক্ষিতে বিশ্বের ৯৪টি দেশের প্রায় ১৪১,০০০ উদ্ধারকর্মী তুরস্ক এবং সিরিয়ায় উদ্ধার কাজ চালান।
ভূমিকম্পে লক্ষাধিক আহত মানুষ এখনও মানবেতর জীবন যাপন করছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের সংগঠন এই কঠিন সময়ে তুরস্কের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমন অবস্থায় টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা সাধ্যমত সবার প্রতি আহবান জানিয়ে ক্ষতিগ্রস্থদের জন্য বস্ত্র সংগ্রহ অভিযান কর্মসূচী চালাচ্ছে। যারা বস্ত্র দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে চান তাদেরকে আগামী ১৫ মার্চের মধ্যে টরন্টো ফিল্ম ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং এ কর্মসূচীর সমন্বয়ক জগলুল আজিম রানার (মোবাইল নং : ৬৪৭-৮৫৩-৩৭১২) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।