অনলাইন ডেস্ক : ট্রাম্প প্রশাসন সব ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনকে স্থায়ীভাবে স্থগিত করতে কাজ করবে, যাতে দেশের অভিবাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

ট্রাম্প কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি এবং ‘তৃতীয় বিশ্বের দেশ’ বা ‘স্থায়ীভাবে স্থগিত’ বলতে কী বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করেননি। তিনি বলেন, এই পরিকল্পনায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে অনুমোদিত কেসও অন্তর্ভুক্ত থাকবে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে লিখেছেন, ‘আমি সব তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। যাতে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হয়। বাইডেনের অনুমোদিত অসংখ্য অবৈধ আবেদনেরও সমাপ্তি ঘটানো হবে এবং যারা যুক্তরাষ্ট্রের জন্য কোনো উপকারে আসে না, তাদের দেশ থেকে প্রত্যাহার করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমি বিদেশিদের জন্য সব ফেডারেল সুবিধা ও অনুদান বন্ধ করব, যারা অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত করে তাদের নাগরিকত্ব বাতিল করব এবং যেকোনো বিদেশি নাগরিক যারা জনসাধারণের বোঝা, নিরাপত্তার ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অনুপযুক্ত মনে হবে, তাকে দেশে ফেরত পাঠাব।

হোয়াইট হাউস এবং মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ এখনও রয়টার্সের মন্তব্যের অনুরোধের কোনো তাত্ক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি।

ট্রাম্পের মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন হোয়াইট হাউসের কাছে হামলায় এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছেন। তদন্তকারীরা বলছেন, হামলাটি একজন আফগান নাগরিক ঘটিয়েছে। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, ট্রাম্প বাইডেন প্রশাসনের অধীনে অনুমোদিত আশ্রয় কেস এবং ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ডের ব্যাপক পুনরায় পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

রয়টার্সের দেখা এক সরকারি নথি অনুযায়ী, অভিযোগপ্রাপ্ত বন্দুকধারীকে এই বছর ট্রাম্পের প্রশাসনের অধীনে আশ্রয় দেওয়া হয়েছিল। মঙ্গলবার থেকে হোয়াইট হাউস এবং মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ আফগান নাগরিকদের সব অভিবাসন আবেদনের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

সূত্র : রয়টার্স।