অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। ১৬ শিশুসহ হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। আহত হয়েছেন কমপক্ষে ৪০০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে ইসরায়েলি আগ্রাসনে গাজায় আবারও দীর্ঘমেয়াদে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। তারপরও হামাসের রকেট হামলার নিন্দা জানিয়ে তেল আবিবের পক্ষেই সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন। তিনি বলেন, ‘যখন আপনার অঞ্চলে কয়েক হাজার রকেট পড়ছে, তখন নিজেকে রক্ষা করার অধিকার আপনার রয়েছে।’

অপরদিকে, ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে ইহুদি দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠায় ইসরাইলকে এক চুলও ছাড় দেওয়া হবে না।

চলমান সংঘাত বন্ধে দ্রুত বিশ্বনেতাদের আলোচনার টেবিলে বসা দরকার বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। বিশেষ করে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। মস্কো সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরাইল ফিলিস্তিনের চলমান পাল্টাপাল্টি হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দুপক্ষকেই পিছু হটার আহ্বান জানানো হয়।