অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক দাতব্য সংস্থা সামারিটানস পার্স–এর জন্য খাদ্য সহায়তাবাহী একটি বিমান মঙ্গলবার দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা তিনজন ক্রু-ই নিহত হয়েছেন বলে সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন।
সামারিটানস পার্স–এর দক্ষিণ সুদান শাখার উপপরিচালক বিক্রম রাই রয়টার্সকে জানান, নারি এয়ার পরিচালিত উড়োজাহাজটি রাজধানী জুবা থেকে বন্যায় বাস্তুচ্যুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ২ টন ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছিল।
রাই বলেন, ‘আমাদের দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তিনজন ক্রু সদস্যই মারা গেছেন।
উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে সুদানের সীমান্তসংলগ্ন ইউনিটি অঙ্গরাজ্যের তেলসমৃদ্ধ লিয়ার কাউন্টির লিয়ার এয়ারস্ট্রিপ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।
নারি এয়ারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। উড়োজাহাজটির ধরন বা মডেল সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্যও জানা যায়নি।
নিজেদের ওয়েবসাইটে নারি এয়ার জানিয়েছে, তারা দক্ষিণ সুদান থেকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে মালবাহী ও যাত্রীবাহী চার্টার সার্ভিস।
রয়টার্স
