অনলাইন ডেস্ক : দাবানলের শঙ্কা বেড়ে যাওয়ায় ম্যানিটোবা কর্তৃপক্ষ রাজ্যের পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা জুড়ে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে ওই এলাকায় ভ্রমণ, ক্যাম্পিং নিষিদ্ধসহ সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওয়ার্ল্ড ট্যুরসহ (এটিভি ট্র্যাভেল), সব ধরনের মোটর যান চলাচল বন্ধ থাকবে। নিষেধাজ্ঞায় আরো বলা হয়েছে, সমুদ্র উপকূল এলাকায নৌযান চলাচল সীমিত থাকবে। গত বৃহস্পতিবার কারব্যারি এলাকায় দাবানলের সূচনা হলে ওই নিষেধাজ্ঞা দেয়া হয়। আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুত নিরাপদ স্থানে সরানো হয়। একজন সামান্য আহত হয়েছেন। কারব্যারি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, যথাযথ তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটিভি ট্যুরের কোনো একটি যানবাহন থেকে আগুন লেগে থাকতে পারে। উল্লেখ্য, এবারের শীতে তুষারপাত কম হওয়ায় ওই এলাকা এখন খুবই শুষ্ক। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস