অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুই দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবেন। তার সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শহরের অন্যতম বিলাসবহুল হোটেল আইটিসি মৌর্য। রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হোটেলজুড়ে কঠোর নজরদারি ও বহুতল নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
চাণক্য স্যুটে পুতিনের মহার্ঘ অবস্থান
ডিএনএ ইন্ডিয়ার তথ্য অনুসারে, পুতিন থাকবেন হোটেলটির অত্যাধুনিক প্রেসিডেন্সিয়াল আবাস ‘চাণক্য স্যুট’-এ, যার প্রতি রাতের ভাড়া ৮ থেকে ১০ লাখ রুপি। প্রায় ৪,৬০০ বর্গফুট আয়তনের এই স্যুটটি এর আগে বহু রাষ্ট্রপ্রধান ও বিশ্বনেতার আতিথেয়তা সামলেছে।
স্যুটটির অন্দরসজ্জায় রয়েছে—
.রাজকীয় সিল্ক প্যানেলিং
.গাঢ় কাঠের মেঝে
.নামী শিল্পী তৈয়ব মেহতার শিল্পকর্ম
.অর্থশাস্ত্র অনুপ্রাণিত আর্টওয়ার্ক
.ভিলেরয় অ্যান্ড বোশ ক্রোকারি ও ক্রিস্টাল ডি প্যারিস গ্লাসওয়্যার।
এ ছাড়া রয়েছে—
.মাস্টার বেডরুম ও ওয়াক-ইন ক্লোসেট
.ব্যক্তিগত স্টিম রুম, সউনা
.সম্পূর্ণ সজ্জিত জিম
.বিশাল রিসেপশন ও লিভিং এরিয়া
.১২ আসনের ডাইনিং রুম
.আলাদা গেস্ট রুম
.স্টাডি ও অফিস স্পেস
.দিল্লি শহরের মনোরম দৃশ্য
.নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা।
পুতিন বিকেল ৪টা ৩০ মিনিটে দিল্লিতে অবতরণ করার আগেই তার নিরাপত্তা টিম হোটেলে পৌঁছে গেছে। পুরো হোটেলজুড়ে ব্যারিকেডিং, প্রবেশপথে তল্লাশি, করিডোরে নজরদারি এবং নিরাপত্তা সংস্থার গ্রিড সিস্টেম চালু করা হয়েছে। দ্রুত প্রতিক্রিয়া দলও সর্বক্ষণ প্রস্তুত রাখা হয়েছে।
আইটিসি মৌর্য: বিশ্বনেতাদের নির্ভরযোগ্য আবাস
চার দশকেরও বেশি সময় ধরে আইটিসি মৌর্য আন্তর্জাতিক রাজনীতিবিদ ও রাষ্ট্রপ্রধানদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। ৪১১টি কক্ষ, ২৬টি স্যুট, নয়টি রেস্তোরাঁ ও পাঁচটি ব্যাংকুয়েট হলে পরিপূর্ণ এই হোটেল দীর্ঘদিন ধরে ভারতের কূটনৈতিক আতিথেয়তার প্রতীক হিসেবে পরিচিত।
হোটেলের অন্যান্য উল্লেখযোগ্য কক্ষগুলো:
.এক্সিকিউটিভ ক্লাব: আধুনিক ভ্রমণকারীদের জন্য উপযোগী
.এক্সিকিউটিভ ক্লাব এক্সক্লুসিভ: ডার্ক উড প্যানেলিংসহ বিলাসী কক্ষ
.দ্য টাওয়ারস: প্রাইভেট চেক-ইন, ককটেল ও নাশতার সুবিধা
.আইটিসি ওয়ান: ৫৩ বর্গমিটারের প্রশস্ত ও মার্জিত কক্ষ
ডিলাক্স স্যুট: মৌর্য যুগের আভিজাত্য
লাক্সারি স্যুট: বৃহৎ লিভিংরুম, ব্যক্তিগত বাটলারসহ সুবিধা।
উচ্চপর্যায়ের বৈশ্বিক অতিথিদের জন্য আইটিসি মৌর্য কেবল বিলাসিতা নয়, বরং কার্যত একটি সুরক্ষিত ‘দুর্গ’। প্রাচীন ভারতীয় আভিজাত্য এবং আধুনিক প্রযুক্তির নির্ভুল মেলবন্ধনে এটি রাষ্ট্রপ্রধানদের জন্য আদর্শ আবাসস্থল।
পুতিনের এই সফরে দিল্লির কূটনৈতিক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে ধারণা বিশ্লেষকদের।
সূত্র: এনডিটিভি






