বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন হিন্দি রিমেক ‘দ্য ইন্টার্ন’ সিনেমাতে আর অভিনয় করছেন না। কয়েক বছর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন যে, রবার্ট ডি নিরো ও অ্যান হ্যাথাওয়ে অভিনীত জনপ্রিয় হলিউড সিনেমার হিন্দি সংস্করণে তিনি অমিতাভ বচ্চনের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। তবে প্রকল্পে দীর্ঘদিন কোনো অগ্রগতি না হওয়ায় এবার নতুন সিদ্ধান্ত নিলেন তিনি।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয় এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দীপিকা এবার অভিনয় থেকে সরে এসে সিনেমাটির প্রযোজক হিসেবে কাজ করবেন। তিনি কেবল সৃজনশীল ও লজিস্টিক দিক থেকে রিমেকের তত্ত্বাবধান করবেন। তার পরিবর্তে নতুন একজন অভিনেত্রীকে নেয়া হবে মূল নারী চরিত্রে।
দীপিকার প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনসের ব্যানারে এর আগে ছাপাক ও ৮৩ মুক্তি পেয়েছে। দ্য ইন্টার্ন সিনেমাটিও তিনি যৌথভাবে প্রযোজনা করছেন। তবে এ বিষয়ে এখনও দীপিকা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
অন্যদিকে, সম্প্রতি দীপিকা অভিনয় করেছেন সিংহম এগেইন সিনেমায়, যেখানে তার সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিং, অজয় দেবগণ, কারিনা কাপুর খান, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ ও অর্জুন কাপুর।






